February 10, 2025

একি পদক্ষেপ নিলেন বাংলা ব্যান্ডের প্রাক্তন! ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নিজেকে শেষ করে দেওয়ার জন্য একি পথ বেছে নিলেন জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘ফসিলস’-এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলী বিশ্বাস (Chandramouli  Biswas)। রবিবার কলকাতার ওয়েলিংটনের কাছে ইন্ডিয়ান মিরর স্ট্রিটে তাঁর বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মাত্র ৪৮ বছর বয়সেই থেমে গেলো তাঁর হৃদ স্পন্দন। কিন্তু কেন এমন মর্মান্তিক পদক্ষেপ গ্রহণ? তবে তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলা ব্যান্ড (Bangla Band) তথা সঙ্গীত ও বিনোদন জগতে।

রবিবার চন্দ্রমৌলীর ব্যান্ডের অপর এক সদস্য মহুল চক্রবর্তী (Mahul Chakraborty) তাঁর দেহটি প্রথম দেখতে পান। চন্দ্রমৌলী তাঁকে দেখা করতে বাড়িতে ডেকেছিলেন। তিনিই পুলিশ এবং প্রতিবেশীদের খবর দেন। বাড়িতে চন্দ্রমৌলীর পরিবারের কেউ ছিলেন না সেই সময়। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। পুলিশকে মহুল বলেন, ”বাড়িতে আসার আগে অনেকবার ফোন করার পরেও চন্দ্র ফোন ধরেননি। ওঁর জন্য চিন্তা হতে শুরু হয়। বাড়িতে ঢুকতেই চন্দ্রের ঝুলন্ত দেহ দেখতে পাই। বাংলা সঙ্গীতজগতের অনেক বড় ক্ষতি হয়ে গেল।”

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে, গত কয়েক বছর ধরেই নাকি মানসিক অবসাদে (Depression) ভুগছিলেন চন্দ্রমৌলী। সঙ্গীত জগতের পেশা থেকে তেমন আয় হচ্ছিল না তাঁর। সেই নিয়েই চিন্তায় ছিলেন তিনি। চিকিৎসাও চলছিল তাঁর। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট (Suicide Note) উদ্ধার করা হয়েছে। সেই চিঠিতে তাঁর এই পদক্ষেপের জন্য কাউকে দায়ী করেননি তিনি। যদিও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে সুসাইড নোট থেকে শুরু করে পুরো বিষয়টি।

প্রাক্তন সদস্যের আকস্মিক মৃত্যুতে শোকাহত ফসিলস (Fossils)-এর বাকি সদস্যরা। প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭৬ সালের ৫ই জুন চন্দ্রমৌলির জন্ম হয়। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর আকর্ষণীয় চাকরি ছেড়ে দিয়ে সঙ্গীত চর্চা শুরু করেন। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ফসিলস’-এর সদস্য ছিলেন চন্দ্র। যুবসমাজের কাছে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। একটা সময় ‘ফসিলস’-এর গায়ক রূপম ইসলাম (Rupam Islam) জানিয়েছিলেন, চন্দ্র ব্যান্ড ছেড়ে দিলে তিনি ‘ফসিলস’ রাখবেন না। ২০১৮ সালে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ‘ফসিলস’ ছেড়ে দেন চন্দ্রমৌলি। বর্তমানে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলেন জানা গেছে।

Advertisements

Leave a Reply