পার্কিংয়ে রাখা তুলো বোঝাই ট্রাকে আগুন, আতঙ্ক ছড়ায় বনগাঁ এলাকায়
HnExpress অরূপ অধিকারী, বনগাঁ ঃ হঠাৎই পার্কিংয়ে রাখা তুলো বোঝাই এক ট্রাকে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ালো এলাকায়। শনিবার অনেক রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত বনগাঁ পৌরসভার মিলন পল্লী পার্কিংয়ে জোনের ভিতরে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছে যে, বাংলাদেশে রপ্তানির মালপত্র দিয়ে বিভিন্ন জায়গা থেকে ট্রাক এসে এই মিলন পল্লী পার্কিংয়ে জড়ো হয়৷
শনিবার রাতে সেই পার্কিংয়ে রাখা একটা তুলো বোঝাই ট্রাকে কেবিনে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহুর্তের মধ্যে ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে৷ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে অন্য ট্রাক চালকেরা। স্থানীয় লোকেরা জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টাও করে৷ ছুটে আসে বনগাঁ দমকল বিভাগের কর্মীরা। দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে বনগাঁ পুলিশ।