যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে হাজির ইউজিসির চার সদস্যের প্রতিনিধি দল


HnExpress ০৪/০৯/২৩ নিজস্ব প্রতিনিধি, যাদবপুর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই এদিন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন চার সদস্যের ইউজিসির প্রতিনিধি দল। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতে পারেন ইউজিসি প্রতিনিধিরা। খতিয়ে দেখা হবে ব়্যাগিং সংক্রান্ত নিয়ম আদৌ মানা হচ্ছে, না কি হচ্ছে না।

বিশ্ববিদ্যালয় (University) কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্টও চাইতে পারেন ইউজিসির প্রতিনিধিরা, এমনটাই সূত্রের খবর। ক্যাম্পাসের সামগ্রিক অবস্থা, তার বর্তমান পরিস্থিতি এবং ঘটনার পরের পরিবেশ বুঝে দেখারও চেষ্টা করা হবে। ইতিমধ্যেই প্রো ভিসির সঙ্গে দেখা করে তাঁরা কথা বলেছেন বলে জানা গিয়েছে।

এই বিষয়ে উপাচার্য জানিয়েছেন যে, এখনও পর্যন্ত আমাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। ইউজিসির (UGC) প্রতিনিধি দল নিজেদের মতো করেই ঘুরে দেখছেন ক্যাম্পাস চত্বর। পাশাপাশি নিরাপত্তা খতিয়ে দেখতে ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন মাঠ ঘুরে দেখলেন যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ।

তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি জয়েন করার পরই সিসিটিভি (CCTV) বসানোর জন্য অর্ডার পাঠিয়ে দিয়েছি ওয়েবেলকে। আর ক্যাম্পাসে সিসিটিভি বসাতেই হবে, এটা ম্যান্ডেটরি। সব গেটেই বসানো হবে সিসিটিভি, বললেন উপাচার্য।