কোচবিহার বাংলাদেশ সীমান্ত এলাকার শালমারা বাজারে পুলওয়ামার শহীদদের স্মরণে আজ পালিত হলো মোমবাতি মিছিল
HnExpress ১৫ই ফেব্রুয়ারি, সৌভিক সিংহ রায়, দিনহাটা ঃ আজ পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত শহীদদের স্মরণে মোমবাতি নিয়ে মৌন মিছিল অনুষ্ঠিত হলো কোচবিহার বাংলাদেশ সীমান্ত এলাকার শালমারা বাজারে। শুক্রবার সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শালমারা হাই স্কুলের শিক্ষক পরেশ মোদক, চয়ন দেব শর্মা, সঞ্জীব চক্রবর্তী প্রমুখ।
এদিন শালমারা বাজারে মোমবাতি জ্বালিয়ে এই মিছিল শুরু হয়। মিছিলে সারা এলাকা জুড়ে পরিক্রমা করা হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়েতে নিরাপত্তা বাহিনীর গাড়িকে লক্ষ্য করে এক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। জঙ্গিদের এই হামলায় ৪০ জন জওয়ান শহীদ হয়ে যান।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশের সঙ্গে সঙ্গে দিনহাটার শালমারা বাজারেও দিনটিকে স্মরণীয় করে রাখতে মোমবাতি প্রজ্জলন করে মৌণ মিছিল সহকারে পালন করে এলাকার বাসিন্দারা। এদিনের এই মোমবাতি মিছিলে এলাকার ব্যাপক সংখ্যক বাসিন্দারা অংশ নেন।