কাটমানি বা ঘুষ নেওয়ার অভিযোগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক ব্যবসায়ী
HnExpress নিজস্ব প্রতিনিধি ঃ বাংলার চারিকিকে যখন কাটমানি খাওয়া নিয়ে আবহাওয়া রীতিমতো উত্তাল। ঠিক সেই সময় ঘুষ নেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মাননীয় খাদ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই মামলা দায়ের করলেন এক ব্যবসায়ী। কলকাতা হাইকোর্টে মামলা করা ওই ব্যবসায়ীটির নাম হলো সন্দীপ আগরওয়াল। আর গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক সেই মামলারই শুনানির শেষে দুপক্ষকেই চার সপ্তাহের মধ্যে আদালতে তাদের হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে বাদীর আইনজীবী উদয় ঝাঁ আবেদনে জানিয়েছেন, সন্দীপ আগরওয়াল এর একটি পারিবারিক ঘটনার মীমাংসা জন্য তাঁর কাছে দাবি করা হয়েছিল ৩০ লক্ষ টাকা। আর এই জন্য নাকি সন্দীপকে কলকাতার বিধাননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসুর দপ্তরে ডেকেও নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই ওই মোটা অংকের অর্থ দাবি করা হয়ে বলে তাদের অভিযোগ। তবে সন্দীপ ওই টাকা কোনো মতেই দিতে রাজি হননি।
যেকোনো রকমের খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
ঠিক এরপরই তিনি বাগুইহাটি থানায় এই নিয়ে মামলাও করতে যান। তবে ওই থানায় মামলার পরিবর্তে সন্দীপকে দিয়ে একটি অঙ্গীকার পত্রে চুক্তি স্বাক্ষর করাতে বাধ্য করানো হয়। আর ওই অঙ্গীকারপত্রে উল্লেখ ছিল, সন্দীপকে ২০ লক্ষ টাকা দিতে হবে। আর এই কাজের পিছনে প্রধানত মূল শক্তি হিসেবে ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ব্যক্তিগত সচিব, বিধানগরের সাবেক পুলিশ কমিশনার সহ আরও ১৮ জন।
হ্যাঁ এমনটাই দাবি করেছেন সন্দীপ বাবু ও তাঁর আইনজীবী। তবে এদিন আইনজীবী ঝাঁ আরও বললেন, সন্দীপের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার সময় থানার সিসিটিভিও ক্যামেরাটিও বন্ধ রাখা হয়েছিল। তবুও তাঁর কাছে মন্ত্রী এবং তাঁর ব্যক্তিগত সচিবসহ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে হওয়া তাদের সমস্ত ফোনালাপ এর রেকর্ড মজুত আছে, এমনটাই বক্তব্য আইনজীবির। প্রয়োজনে সেই ফোনালাপের রেকর্ডই তিনি প্রমাণ হিসেবে আদালতে পেশ করতেও রাজি আছেন।