March 21, 2025

Big Breaking সরকারি স্কুলের ৩ বর্বর শিক্ষকের লালসার শিকার ১৩ বছরের এক নাবালিকা ছাত্রী—

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, তামিলনাড়ু ঃ সরকারি স্কুলের ৩ বর্বর শিক্ষকের লালসার শিকার ১৩ বছরের এক নাবালিকা ছাত্রী। বিদ্যালয় চত্বরেই তাকে গণধর্ষণ (Gang Rape) করা হয়েছে বলে অভিযোগ। এই নারকীয় ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি (Tamil Nadu, Krisnhagiri) জেলায়। ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে অভিযুক্তদের। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। সুত্রের খবর, তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা ওই ১৩ বছরের নাবালিকা। এলাকারই একটি স্কুলে পড়ত সে।

গত একমাস ধরে সে স্কুলে যাচ্ছিল না। তার কারণ জানতেই স্কুল কর্তৃপক্ষ তরফে প্রধান শিক্ষিকা (Principle) ছাত্রীর বাড়িতে যোগাযোগ করা হয়। আর তাতেই প্রকাশ্যে আসে এমন নারকীয় ঘটনা। নাবালিকার মা জানান, স্কুলেরই তিন শিক্ষক তাঁর মেয়েকে পালাক্রমে ধর্ষণ (Gang Rape) করেছে। তার আচরণে অস্বাভাবিকতা ধরা পরেছিল। পরে নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে বিষয়টা জানাজানি হয়। কিন্তু তারা মেয়ের সম্মানের চিন্তায় ভয়ে পুলিশকে কিছু বলতে পারেনি। সমস্ত বিষয়টা জানার পর প্রিন্সিপালই পুলিশের দারস্থ হওয়ার নির্দেশ দেন।

তারপরই নির্যাতিতার মা থানায় পকসো আইনের (Pocso Act) ধারায় লিখিত অভিযোগের মাধ্যমে মামলা দায়ের করেন। এরপরই ৩ অভিযুক্ত শিক্ষকদের গ্রেপ্তার করা হয়। ১৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছে তারা। ঘটনাটি চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষকের কাছে ছাত্র-ছাত্রী হলো সন্তানসম। আর সেই সন্তানকে এমন নোংরা ভাবে অসম্মান করার মত ঘৃণ্য অপরাধের দায়ে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সেই নির্যাতিতার পরিবার-পরিজনরা ও স্কুল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। স্কুলের পক্ষ থেকেও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গতকাল স্কুলে গিয়ে অভিভাবকরা বিক্ষোভ দেখায়। এরই পাশাপাশি অভিযুক্ত শিক্ষকদের কঠোর শাস্তির দাবি করেছেন তারাও।

Advertisements

Leave a Reply