February 15, 2025

বিসি রায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শিশুর মৃত্যু

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রবিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে। যা নিয়ে রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে। এইসব শিশুরা একাধিক উপসর্গ নিয়েই এই হাসপাতালে ভর্তি হয়েছিল।

এই নিয়ে গত ২ মাসে রাজ্যে প্রায় ৯৪ জন শিশুর মৃত্যু হল। শুধুমাত্র বিসি রায় হাসপাতালেই মৃত্যু হয়েছে প্রায় ৩৯ জন শিশুর। রবিবার মৃত শিশুদের মধ্যে এক জনের মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ হিসাবে কিন্তু ‘অ্যাডিনোভাইরাল নিউমোনিয়া’র কথা উল্লেখ করা হয়েছে।



তবে দুই শিশুর পরিজনদের অভিযোগ, কী কারণে শিশুদের মৃত্যু হল, তা স্পষ্ট করে জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দাবি অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েই শিশুদের মৃত্যু হয়েছে।

Advertisements

Leave a Reply