February 10, 2025

টানা ৫ দিন সিভিয়ার হিট ওয়েব, লাল তাপপ্রবাহ বলয় গোটা দক্ষিণবঙ্গে—

0
Advertisements

IMD Heatwave Red Alert : হলুদ-কমলা অ্যালার্টের দিন খতম, সূর্যের আগুন এবার শুধু লাল সতর্কতায়, রাত পোহালেও আগুনই-আগুন

HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, ওয়েদার রিপোর্ট ঃ গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। খুব দরকার ছাড়া বাইরে বের হতে বারণ করা হচ্ছে। কিন্তু যারা যুক্ত রয়েছেন কর্মজগতে, তাদের তো পেটে দায়ে রোদ মাথায় নিয়ে বের হতেই হচ্ছে। আর সেই তীব্র দাবদাহে পুড়ছে চামড়া, উঠছে নাভিশ্বাস। আর শুধু এতেই খ্যান্ত নয় প্রকৃতিদেবী, সামনে আসছে আরও ভয়াবহ দিন। একের পর এক বেড়েই চলেছে তাপমাত্রা থেকে তাপপ্রবাহের (Heat Wave) দীর্ঘমেয়াদী দিন। আগামী সপ্তাহ দুইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে তেমন কোনো ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।

মাথার উপর দাউদাউ করে জ্বলছে জলন্ত অগ্নিগোলক। সারা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা (Red Alert) জারি করলো আবহাওয়া দপ্তর। বিগত ৫০ বছরের ইতিহাসে রেকর্ড গরমের দাপটে মারাত্মক রকমের ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে বাংলায়। ২৬শে এপ্রিল থেকে আগামী ৩০শে এপ্রিল অব্দি চলবে লাগাতার সিভিয়ার হিট ওয়েব (Severe Heat Wave)। উত্তরবঙ্গের তিন জেলায় সামান্য ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কোন জেলায় কতটা বাড়তে পারে গরমের দাপট দেখে নিন এক নজরে—

দক্ষিণ ২৪ পরগণা — ৪০° – ৪৫° সেলসিয়াস

কলকাতা — ৪১° – ৪৬° সেলসিয়াস

পূর্ব মেদিনীপুর — ৪১° – ৪৬° সেলসিয়াস

উত্তর ২৪ পরগণা — ৪২° – ৪৭° সেলসিয়াস

হাওড়া — ৪২° – ৪৭° সেলসিয়াস

পুরুলিয়া — ৪৩° – ৪৭° সেলসিয়াস

বীরভূম — ৪৩° – ৪৭° সেলসিয়াস

পূর্ব বর্ধমান — ৪৩° – ৪৮° সেলসিয়াস

মুর্শিদাবাদ — ৪৩° – ৪৮° সেলসিয়াস

নদীয়া — ৪৩° – ৪৮° সেলসিয়াস

হুগলি — ৪৩° – ৪৮° সেলসিয়াস

পশ্চিম মেদিনীপুর — ৪৪° – ৪৮ সেলসিয়াস

বাঁকুড়া — ৪৪° – ৪৯° সেলসিয়াস

পশ্চিম বর্ধমান — ৪৪° – ৪৯° সেলসিয়াস

ঝাড়গ্রাম — ৪৫° – ৫০° সেলসিয়াস

Advertisements

Leave a Reply