December 13, 2024

আগামী সপ্তাহ থেকেই চালু হতে চলেছে ১৮টি স্পেশাল ট্রেন ঃ পূর্ব রেল

0
1625417229818.jpeg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ দেশ তথা রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে নির্দেশ জারি করে বন্ধ করে দেওয়া হয় সমস্ত লোকাল ট্রেন সহ একাধিক স্পেশাল ট্রেনও। করোনা আবহে মূলত যাত্রী সংখ্যা কমিয়ে দেওয়া এবং পরিচালনাগত পরিকাঠামোর অভাবে একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়ে ছিল পূর্ব রেল। এবারে সেই সকল ট্রেন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।

রেল কর্তৃপক্ষ সুত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই এই সকল ট্রেন চলাচল শুরু হবে।
যে সমস্ত স্পেশাল ট্রেন চালু হতে চলেছে তার তালিকা প্রকাশ করা হলো ঃ—

১) আসানসোল-শিয়ালদাগামী ও শিয়ালদা-আসানসোলগামী এক্সপ্রেস স্পেশাল ট্রেন চালু হবে ৫ই জুলাই থেকে। প্রতিদিনই চলবে এই ট্রেনটি।

২) আসানসোল-হলদিয়াগামী ও হলদিয়া-আসানসোলগামী এক্সপ্রেস স্পেশাল ট্রেন চালু হবে ৫ই জুলাই থেকে। রবিবার ছাড়া প্রতিদিনই চলবে এই স্পেশাল ট্রেনটি।

৪) মালদা-নবদ্বীপগামী ও নবদ্বীপ-মালদাগামী এক্সপ্রেস স্পেশাল চালু হবে ৬ই জুলাই থেকে। প্রতি দিনই চলবে ট্রেনটি।

৩) আসানসোল-দিঘা এবং দীঘা-আসানসোল এক্সপ্রেস জোড়া স্পেশাল ট্রেন চালু হবে ১১ই জুলাই থেকে। শুধু মাত্র রবিবার দিন চলবে এই স্পেশাল ট্রেনটি।

৫) কলকাতা-লালগোলা, লালগোলা-কলকাতা এক্সপ্রেস স্পেশাল চালু হবে ৬-৭ই জুলাইয়ের মধ্যে। কলকাতা থেকে লালগোলা এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার। অন্যদিকে লালগোলা থেকে কলকাতা এক্সপ্রেস ট্রেনটি চলবে সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার।

৬) হাওড়া-আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ-হাওড়া এক্সপ্রেস স্পেশাল চালু হবে ৫ই জুলাই থেকে। প্রতি দিনই চলবে এই ট্রেনটি।

৭) হাওড়া-আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ-হাওড়া আরও একটি স্পেশাল ট্রেন চালু হবে ৮ই জুলাই। সেটিও প্রতি দিনই চলবে।

৮) হাওড়া-রামপুরহাট এবং রামপুরহাট-হাওড়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালু হবে ৮ই জুলাই থেকে। প্রতি দিন চলবে ট্রেনটি।

৯) হাওড়া-সিউড়ি এবং সিউড়ি-হাওড়া স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি চালু হবে ৮ই জুলাই থেকে। চলবে প্রতি দিনই।

Advertisements

Leave a Reply