March 21, 2025

নিউ দিল্লির স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ জন কুম্ভযাত্রী, আহত একাধিক

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, নিউ দিল্লি ঃ নিউ দিল্লির স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ জন কুম্ভযাত্রী। এদিন পুণ্যার্থীদের অনিয়ন্ত্রিত ভিড়, গুজব, রেলের অব্যবস্থার ফলস্বরূপ এক ভয়াবহ পরিস্থিতির শিকার হলো কিছু অসহায় মহিলা ও শিশু। নয়াদিল্লি স্টেশনে (New Delhi Rail Station) সার্বিক ‘সিস্টেম ফেলিওরে’র জেরে চলে গেল অন্তত ১৮টি তরতাজা প্রাণ। শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১১ জনই মহিলা এবং ৪ শিশু ছিল। এছাড়াও গুরুতর আহত অবস্থায় বহু মানুষদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন পুলিশ।

আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রেল সুত্রের খবর, শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে স্টেশনে অপেক্ষা করছিলেন শয়ে শয়ে যাত্রী (Passenger)। কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর জন্য বরাদ্দ ট্রেন আসতে দেরি হচ্ছিল। তখনই গুজব ছড়ায় দুটি ট্রেন নাকি বাতিল করা হয়েছে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এরকম কোনো ঘোষণা করা হয়নি বলেই দাবি। কিন্তু গুজব ছড়াতেই ১৩ ও ১৪ নম্বর প্ল্যার্টফর্মে ভিড়ের চাপ ব্যাপক হারে বেড়ে যায়। যার ফলে মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরের পরিস্থিতি ভয়াবহ আকার নেয়।

প্রথমেই এই অসম্ভব ভীড়ের মধ্যে বেশ অসুস্থ বোধ করেন ৪ জন ব্যাক্তি। এর পর হুড়োহুড়ি আরও বাড়তে থাকে। পদপিষ্ট হয়ে আহত হন বহু মানুষ, আর মহিলা শিশু মিলিয়ে মারা যায় প্রায় ১৮ জন। ক্রমেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেল সূত্রের খবর, প্রবল ভিড়ের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে দুটি কুম্ভগামী ট্রেন বাতিল করা হয়েছে। আর তারই জেরে প্রয়াগরাজ এক্সপ্রেস (Prayagraj Express) দেখা মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে সেই ট্রেনে ওঠার চেষ্টা করে। ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়। সে সময় সেখানে কোনো পুলিশ পোস্টিং ছিল না।

পরে খবর পেয়েই রেল পুলিশ এবং দিল্লি পুলিশের দল নয়াদিল্লি স্টেশনে যায়। কিন্তু তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আগেই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে যায় বলে তাদের দাবী। দিল্লির এই দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এরই পাশাপাশি শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। সোশ্যাল হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন যে, ‘এই পদপিষ্টের মত ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তদের পাশে আছে কেন্দ্রীয় সরকার।’ অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও (Ashwini Vaishnav) ঘটনার শোকপ্রকাশ করে মৃত পরিবারদের জন্য ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করে রেল তরফে।

Advertisements

Leave a Reply