February 15, 2025

স্টুডেন্ট সায়েন্স সেমিন্যারে তৃতীয় স্থান অধিকার করল ঝাড়গ্রাম জেলার সম্পৃক্ত নন্দী

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :  রাজ্যের বিভিন্ন জেলা গুলিকে নিয়ে আয়োজিত স্টুডেন্ট সায়েন্স সেমিন্যারে তৃতীয় স্থান অধিকার করল ঝাড়গ্রাম জেলার সম্পৃক্ত নন্দী। যুব কল্যান ও ক্রীড়া দফতরের উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছিল। সেই সেমিনারে ঝাড়গ্রাম শহরের কেকেআই ইন্সটিটিউটের নবম শ্রেণীর ছাত্র সম্পৃক্ত এবারে তৃতীয় স্থান অধিকার করেছে।

সম্পৃক্ত এর এই সাফল্যে ঝাড়গ্রাম জেলার বাসীন্দারা ব্যাপক খুশি।জেলার জন্য এই সম্মান নিয়ে আসার জন্য সকলে অভিনন্দন জানিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দে বলেন“ জেলায় একমাত্র আমাদের স্কুলই অংশ নিয়েছিল। আর আমাদের স্কুল থেকে সম্পৃক্ত গিয়েছিল রাজ্যস্তরীয় এই শেমিন্যারে অংশ নিতে।আমাদের জেলা ওর হাত ধরে তৃতীয় স্থান পেয়েছে।আমারা সকলে খুবই খুশি তার এই সাফল্যে।”

Advertisements

Leave a Reply