সমাজ সংস্কৃতি উৎসবে স্বল্প দৈর্ঘ্যের ছবির প্রদর্শন

HnExpress দেবাশিস রায়, শ্যামনগর ঃ শ্যামনগরে আয়োজিত সমাজ সংস্কৃতি উৎসবে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্প দৈর্ঘ্যের ছবি, ডকুমেন্টারি এবং মিউজিক ভিডিও নিয়ে মোট ১৮টি ছবির প্রদর্শন হল শ্যামনগর স্টারলিং ইন্টারন্যাশনাল স্কুলে। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী।
ফটোগ্রাফি কম্পিটিশনে রাজ্যের বাইরে বোম্বাই, দিল্লি থেকেও সব মিলিয়ে ৫০ জনের ১২০টি স্টিলছবি প্রদর্শিত হয়। এর পাশাপাশি অঙ্কন, নৃত্য এবং যেমন খুশি সাজো প্রতিযোগিতায় বহু প্রতিযোগী অংশ নেয়।
সংগঠনের সম্পাদক গৌতম পাল জানান, জেলার নতুন পরিচালক, ফটোগ্রাফার এবং কলাকুশলীদের উৎসাহ দিতেই এই প্রয়াস।
আগামী ৩০ সেপ্টেম্বর, রবিবার শ্যামনগর রবীন্দ্রভবনে সমস্ত প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে স্বল্প দৈর্ঘ্যের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানপ্রাপ্ত ছবিগুলো ওই দিন আবার প্রদর্শিত হবে।