February 10, 2025

শহরে বেড়েছে যুবসমাজের মাদক সেবন ও বিক্রি, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

0
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ প্রশাসনের নাকের ডগায় চলছে মাদক সেবন ও বিক্রি, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। যুগের পরিবর্তনের সাথে সাথে বেড়েছে মানুষের নানান পরিবর্তন, হাতের মুঠোয় রয়েছে স্মার্ট ফোন, বিজ্ঞান এখন আরো উন্নত ঠিক তার পাশাপাশি বর্তমান প্রজন্মের যুবসমাজ স্মার্ট যুগ থেকে নিজেকে আরও স্মার্ট তৈরি করতে হয়ে উঠছে মাদকাসক্ত।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে বাড়ছে মাদকের ব্যবহার ও শহরের একাংশ যুবক মাদকাসক্ত হয়ে উঠছে বলে অভিযোগ। যুবকদের মধ্যে মদ-গাঁজা ব্রাউন সুগার এর ব্যবহারও বাড়ছে বলে সূত্রের খবর। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় চলছে মাদক দ্রব্য বিক্রি। পুলিশ কোনো নজরদারি করছে না বলে বারবার অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা।

একটি বিশ্বস্ত সূত্রে খবর, রশিদপুরের একটি দোকানে চলছে ব্রাউন সুগার এর কারবার। ঢিলছোড়া দূরত্বে রয়েছে বংশিহারি থানা এবং সেই দোকানের পাশেই রয়েছে বেআইনি মদ গাঁজার ব্যবসা।

সন্ধ্যে নামলে যুবকরা বংশের টাঙ্গন সেতুর নিচে গিয়ে আসর বসাচ্ছে। রেলস্টেশনে রাস্তাতেও অন্ধকারের আড়ালে মাদক সেবন চলছে। অন্ধকার এড়াতে প্রতি মোড়ে আলো থাকলেও কিছু মাদকাসক্ত যুবক তা ভেঙে দিয়ে পরিকল্পনামাফিক এলাকা অন্ধকার রাখছে বলে অভিযোগ।

অন্ধকারের আড়ালে এসব নিষিদ্ধ কাজকর্ম চালাতে তাদের সুবিধে হয় এলাকাতেও আসর বসানো হয় বলে সূত্রে খবর। আরো জানা গিয়েছে অধিকাংশ স্কুল ও কলেজ পড়ুয়া এভাবে নিষিদ্ধ মাদকের প্রতি আসক্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন শহরের কিছু সুশীল সমাজের মানুষেরা। এক নজর না দেওয়ার এইসব নিষিদ্ধ মাদকের প্রতি আকর্ষিত হচ্ছে পাশাপাশি, বাজারে এসব মাদক সহজলভ্য হয়ে যাওয়ায় আরো বেশি করে যুবসমাজ এই মাদক সেবনে ব্যবহারও বাড়ছে।

অভিভাবকদের সঙ্গে সঙ্গে পুলিশি নজরদারি বাড়ানো প্রয়োজন বলে দাবি করছেন সুশীল সমাজের, একাংশ না অন্যদিকে এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন পুলিশ এই বিষয় গুলো জানলে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। বিভিন্ন এলাকায় তল্লাশি নজরদারি সঠিকভাবে না হওয়ায় মাদক রে ব্যবহার বাড়ছে যার কারণে এলাকার চুরির ঘটনা ও ক্রমশ বেড়েই চলেছে বাসিন্দাদের অভিযোগ বুনিয়াদপুর শহরের বিভিন্ন এলাকায় যেসব চুরি হচ্ছে। সে সঙ্গে মাদকাসক্ত যুবকেরা জড়িয়ে রয়েছে এই অবস্থায় প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisements

Leave a Reply