February 15, 2025

রবিবারের বৈঠকী আড্ডা ঃ দশম ভাগ

0
Advertisements

HnExpress একটু অন্যরকম, শুভাদিত্য ঘোষ ঃ

মুখ তোলো হে সখা

যদি দিতে চাও এক বিন্দু
দিতে হলে দাও এক বিন্দু,
হৃদয় মথিত করে এক বিন্দু
মাএ ওইটুকুই প্রয়োজন,
বিনা আয়োজনে
একবিন্দু!

যার হাতে সব যাওয়া আসা
তাঁর কাছে কোনো ব‍্যথা নয় বড়
মুখ তোলো তোলো মুখ,
এই আমি নিপুণ চুম্বনে সাজালেম
চন্দনের কুঞ্জ তোমার কপালে।
মৃদু হাসি স্মিত চোখ অভঙ্গুর রেখে
মুখ তোলো তোলো মুখ,
আমার আরতি সেরে মুগ্ধ চলে যাই।

Advertisements

Leave a Reply