মেডিকেল কলেজে আগুন, অসুস্থ দমকল কর্মী

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সাত বছর আগের স্মৃতি ফিরে এল কলকাতায়। সেবার বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারান বেশ কয়েকজন। আহত হন বহু। এবার অর্থাৎ আজ বুধবার, ৩ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খোদ সরকারি হাসপাতালে। আর তা যে সে হাসপাতাল নয়, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। আর আগুন নেভাতে এসে অসুস্থ হয়ে পড়েন দমকলেরই এক কর্মী।
ঘটনা সূত্রে প্রকাশ, এদিন সকাল সোয়া আটটা নাগাদ সিএমসিএইচ বিভাগের মেডিসিন বিভাগে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২০টি ইন্জিন।
হাসপাতাল থেকে তড়িঘড়ি বের করে আনা হয় ২৫০ জন রোগীকে। তাঁরা সকলেই সুস্থ আছেন বলে আপাতত জানা গেছে। তবে কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনাস্থলে ছুটে এসেছেন কলকাতা মেয়র তথা দমকল মন্ত্রী শোভন চ্যাটার্জি। ছুটে এসেছেন বিপর্যয় মোকাবিলা কমিটির কর্মীরাও।
খুবই দুঃখজনক ।