February 10, 2025

বীজপুরের বাগমোড়ে অভিনব প্রচার, সেভ ড্রাইভ, সেভ লাইফ

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, বীজপুর : ‘হেলমেট পরে গাড়ি চালান, জীবন বাঁচান’ এই স্লোগান সামনে রেখে বৃহস্পতি বার, ৩০ অগাষ্ট বাগমোড়ে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মসূচি। বারাকপুর পুলিশ কমিশনারেটের বীজপুর ট্রাফিক কন্ট্রোলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সুচিন্তিত বক্তব্য রাখেন বীজপুর থানার আইসি কৃষ্ণেন্দু বোস, এলাকার দুই সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব সুজিত দাস, দীপন দত্ত, বাগমোড় ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবলু বোস, ৮৫ ও ২৭ নম্বর বাসরুটের সম্পাদকদ্বয় ও বীজপুর প্রেস ক্লাবের সভাপতি দেবাশিস রায়।

এছাড়াও হাজির ছিলেন বীজপুর ট্রাফিক গার্ডের ওসি হিতুলাল সরকার, বারাকপুর ট্রাফিক গার্ডের এসিপি-৩ দেবাশিস রায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মল্লিকবাগ হাই স্কুলের ছাত্রছাত্রীরা হেলমেটহীন বাইক আরোহীদের গাড়িতে সেভ ড্রাইভ, সেভ লাইফের স্টিকার সেঁটে দিয়ে তাঁদের সতর্ক করে দেন। এই পুরো অনুষ্ঠানটি সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বারাসাতে নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল কর্তৃপক্ষ। উল্লেক্ষ্য,  এদিন ট্রাফিক নিয়ন্ত্রণে পারদর্শিতার জন্য দুজন ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারকে স্মারক দিয়ে সম্মাননা জানানো হয়।

Advertisements

Leave a Reply