February 15, 2025

পাটনার গ্ৰামে অনুষ্ঠিত হলো গ্ৰাম্যসভা

0
Advertisements

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : শনিবার পূর্ব বর্ধমান ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত পাটনা গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম সভা। এই গ্ৰাম সভায় প্রায় ৫০০জন গ্ৰামের বাসিন্দারা উপস্থিত ছিলেন। গ্ৰামের সব বাসিন্দারা তাদের বিভিন্ন অসুবিধার কথা তারা পঞ্চায়েত এর আধিকারিকদেরকে জানান। মূলত এই গ্রামের যে প্রধান রাস্তা, সেই রাস্তাটি দীর্ঘদিন সংস্কার হয়নি। যাতে করে এ রাস্তাটি সংস্কার হয় সেই আবেদন রাখেন গ্রামবাসীরা।

এখানে একটি এস.এস.কে নামক স্কুল রয়েছে, সেই ইস্কুলের কোন বাউন্ডারি ওয়াল নেই। যাতে শীঘ্রই সেই স্কুলে বাউন্ডারি ওয়ালটা তৈরি করা হয় তার আবেদন জানান গ্রামবাসীরা। এই সভায় এদিন উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কাকুলি সামন্ত, উপপ্রধান জুলফিকার আলী, পঞ্চায়েত সদস্য শাহাতাজ বেগম প্রমুখ। গ্ৰাম পঞ্চায়েতের এইরকম উদ্যোগে শুভেচ্ছা জানিয়েছেন পাটনা গ্রামের সকল অধিবাসীরা।

Advertisements

Leave a Reply