February 10, 2025

দুর্বিষহ হয়ে উঠেছে মোবাইল পরিষেবা

1
Advertisements

HnExpress দেব চক্রবর্তী, কলকাতা : নব্বইয়ের দশক থেকে এই যন্ত্রটির উদ্ভব হবার সাথে সাথেই মানুষের মধ্যে প্রবল উৎসাহ তৈরী করে। তারপর আচমকাই মোবাইল জগতে বিপ্লবের সূচনা করে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। অকাতরে দেশবাসীর কাছে সহজে এই পরিষেবা পৌঁছে দিতে নিয়ে আসে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে মোবাইল সেট সহ কানেকশন।

প্রবল চাহিদায় দেশের সমস্ত শ্রেণীর মানুষের হাতে চলে আসে চটজলদি কথা বলার সু্যোগ। হাটে ঘাটে পথে প্রান্তরে প্রত্যেকের হাতে হাতেই ঘুরতে থাকে এই পরিষেবা। বাড়ির টেলিফোন সংযোগ বিছিন্ন করার তাগিদে বিএসএনএল  এর প্রতি অফিসে জমা হতে থাকে সংযোগ বিছিন্ন করার আবেদন। ক্রমশ ক্ষতির মুখে পড়ে অবশেষে তারাও নিয়ে এলো বিভিন্ন সুবিধাযুক্ত সিম কার্ড। কমান্ড এয়ারটেল, এয়ারসেল, ইউনিনরের মতো একের পর এক দেশি বিদেশী কোম্পানী সংযোগ স্থাপন করতে শুরু করে। বাড়তে থাকে নামী দামী সেট বিক্রি।

পরিষেবা সংস্থাগুলো নিত্য নৈমত্তিক অফারের সাহায্যে বাড়াতে থাকে ব্যবহারকারীদের। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে বিএসএনএল। বর্তমানে অ্যানড্রয়েড যুগে মাত্র দেড় বছর আগে এসে রিলায়েন্স সংস্থা জিও ব্র্যান্ডের মোবাইল বাজারে ব্যাপকভাবে জনপ্রিয় হওয়ায় প্রতিযোগিতায় টিকতে না পেরে উঠে যেতে বাধ্য হয় এয়ারসেল, টাটা টেলিকম, ইউনিনরের মতো গুরুত্বপূর্ণ মোবাইল পরিষেবা দানকারীরা। প্রথম দিকে প্রায় বিনামূল্যে জিও সার্ভিস দিতে থাকায় এই পরিস্থিতি তৈরী হয় বলে অভিযোগ করেন বিএসএনএল কর্মীরা।

সম্প্রতি এক সভায় বিএসএনএলের সমস্ত কর্মীরা একযোগে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অগাধ দরদকে কটাক্ষ করে বলেন যে তাঁরই পরামর্শে জিওর এতো বাড়বাড়ন্ত। এদিকে ক্ষতির খাতা দীর্ঘ হচ্ছে বি এস এন এল এর। এমনকি সরকারি তরফে দেওয়া হচ্ছে না ফোরজি করার অনুমতি। এতে একতরফাভাবে লাভবান হচ্ছে জিও। এই অবস্থার প্রতিবাদে আগামী ৩রা ডিসেম্বর থেকে লাগাতার পরিষেবা বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আগাম দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তাঁরা। জিওকে সামলাতে না পারলে মোবাইল পরিষেবা ভবিষ্যতে আরও দুর্বিষহ হবে বলে জানান। সাধারণ মানুষকে বোকা বানিয়ে অন্য পরিষেবা বন্ধ করার সুযোগ খুঁজছে জিও। তীব্র প্রতিরোধ প্রতিবাদই অস্ত্র বলে বিবেচনা করে এই পরিষেবা বন্ধের ঘোষণা বিএসএনএলের।

Advertisements

1 thought on “দুর্বিষহ হয়ে উঠেছে মোবাইল পরিষেবা

Leave a Reply