February 15, 2025

চলতি মাসেই শুরু হতে চলেছে “পাসপোর্ট সেবা কেন্দ্র”

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিন দিনাজপুর ঃ চলতি মাসের শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হেড পোস্ট অফিসে চালু হতে চলেছে এক অভিনব পাসপোর্ট সেবা কেন্দ্র। প্রসঙ্গত, কয়েক মাস আগে কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হয় প্রত্যেক জেলার হেড পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হবে। সেখানে গিয়ে জেলার বাসিন্দারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। 

সুত্রের খবর, ইতিমধ্যে শিলিগুড়ি, উত্তর দিনাজপুরে খোলা হয়ে গেছে এই বিশেষ পাসপোর্ট সেবা কেন্দ্রটি। জানা গেছে, সেই মর্মে দক্ষিণ দিনাজপুর এর বালুরঘাট হেড পোস্ট অফিসেও এই পরিষেবা যাতে দ্রুত চালু করা যায় সেবিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন সাংসদ অর্পিতা ঘোষ। এখন শুধু পাসপোর্ট দপ্তরের পক্ষ থেকে জায়গা পরিদর্শন করে সবুজ সংকেতের অপেক্ষারত এলাকাবাসী। সাধারণত এতদিন যাবৎ দক্ষিণ দিনাজপুরবাসীকে পাসপোর্টের জন্য বহরমপুর বা কলকাতা যেতে হত, যা অনেকটাই সময় সাপেক্ষ ছিল। সাথে প্রচুর হয়রানিও হতে হত সাধারণ মানুষকে। 

এবার সেই সমস্যার সমাধান করতেই হেড পোস্ট অফিসে চালু হতে চলেছে পাসপোর্ট সেবা কেন্দ্র।
এবিষয়ে বালুরঘাট হেড পোস্ট অফিস এর সুপারিন্টেনডেন্ট দিল্লেশর হেমব্রম সংবাদ মাধ্যমকে জানান, “বালুরঘাট হেড পোস্ট অফিসের একতলায় চালু হবে এই পাসপোর্ট সেবা কেন্দ্র। ঘর ঠিক হয়েই গেছে। এখন শুধু পাসপোর্ট দপ্তরের লোক সেটা দেখে সবুজ সংকেত দিলেই চালু হয়ে যাবে পাসপোর্ট সেবা কেন্দ্র। আশা করা যাচ্ছে চলতি মাসেই চালু হবে এই কেন্দ্রটি।

Advertisements

Leave a Reply