February 15, 2025

গ্রেফতারির পরোয়ানা খারিজ করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার

0
Advertisements

HnExpress ভাস্কর বাগচি ঃ সিবিআইয়ের জারি করা গ্রেফতারি পরোয়ানার হাত থেকে নিজেকে ‘বাঁচাতে’ কলকাতার হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজীব কুমার৷ দেশের উচ্চ আদালত তাঁর সমস্ত আবেদন খারিজ করার পরেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই তাঁকে স্বস্তি দিল হাইকোর্ট৷ বিশিষ্ট বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আপাতত গ্রেপ্তার করা যাবে না কলকাতা পুলিশের এই প্রাক্তন নগরপালকে৷ তবে এখনই কলকাতার বাইরেও যেতে পারবেন না তিনি৷

আর সিবিআইয়ের কাছেই পাসপোর্ট জমা রাখতে হবে তাঁকে৷ এর পাশাপাশি তিনি রাজ্য সরকারেরও কোনো কাজেও যেতে পারবেন না বলে কোর্ট মারফত নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে৷ অন্যদিকে, বিচারপতি এও স্পষ্ট করে দিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডাকলেই তাঁকে হাজিরা দিতে হবে৷ জেরার সময় সবরকম সহযোগিতা করতে হবে তাঁকে৷ কোনও প্রশ্নই এড়িয়ে যেতে পারবেন না তিনি৷ প্রতিদিন শহরে তাঁর উপস্থিতি জনিত হাজিরা মেলাবেন এক ভারপ্রাপ্ত সিবিআই অফিসার৷ মামলার পরবর্তী শুনানি গরমের ছুটির পর অর্থাৎ ১২ জুন৷

সেই শুনানির সময় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হতে পারে বলে বিশেষ সুত্রের খবর৷ এদিকে সিবিআইয়ের নোটিস খারিজ করার আবেদন জানিয়ে বৃহস্পতিবারই কলকাতার আদালতে আবেদন জানিয়েছেন প্রাক্তন সিট কর্তা৷ বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে আবেদন জানিয়েছিলেন রাজীব কুমারের আইনজীবী৷ আর এদিন বিকেলেই হাইকোর্টের শুনানিতে সাময়িক স্বস্তি পেলেন রাজীব কুমার৷ সিবিআই সূত্রের খবর, বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন রাজীব কুমার, এমনটাই আন্দাজ করেছিলেন তাঁরা৷ সেইমতো গত কয়েকদিন ধরেই সেখানে উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবীরা৷ কিন্তু তা না করে এদিন সরাসরি হাই কোর্টের দ্বারস্থ হন কলকাতার প্রাক্তন নগরপাল৷

Advertisements

Leave a Reply