“খ্রীস্টিয় শান্তি উৎসব কমিটি”র পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হল “শান্তি উৎসব ২০১৯”

HnExpress সবিতা ভট্টাচার্য দাস, পঃ মেদিনীপুর ঃ গতকাল পশ্চিম মেদিনীপুরে মানব জাতির মুক্তির জন্য খ্রীস্টিয় সমাজের সহযোগিতায় একটি খ্রীস্টিয় মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল, যার নাম দেওয়া হয় “শান্তির উৎসব, ২০১৯”। ১লা জুন শনিবার পশ্চিম মেদিনীপুরেএ হাসপাতাল মোড় সংলগ্ন এলাকার বিদ্যাসাগর স্মৃতি মন্দির হলে জাতির কল্যাণে ও বাঙ্গালী খ্রীস্টিয় সমাজে এক অনাবিল শান্তির বার্তা পৌছোনোর উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটি পরিচালনা করেন “খ্রিস্টিয় শান্তি উৎসব কমিটি” পক্ষ থেকে রেভাঃ সুভাষ পাত্র ও পাস্টার শুভাশিস গায়েন এবং প্রচারে ছিলেন ব্রাদার মলয় দাস।
এদিনের এই অনুষ্ঠানে এক মনোরম খ্রীস্টিয় ও ভক্তিমূলক সজ্ঞীত পরিচালনার দায়িত্বে ছিলেন আগাপে ফেলোশিপ দল ও ডা: মশীহান মুর্মু ও তাঁর দলবল। খ্রীস্টিয় সহভাগিতা ও ভক্তিমূলক সঙ্গীতের মাধ্যমে আরাধনার পাশাপাশি সকল মানব জাতির কল্যাণার্থে চলে প্রার্থনা, উপাসনা ও প্রচার মূলক বক্তব্য। এছাড়াও পবিত্র বাইবেল শাস্ত্র থেকে ঈশ্বরের মূল্যবান ও জীবিত বাক্য পাঠ করা হয় মানব জাতির মঙ্গলার্থে। তবে এই অনুষ্ঠানে যে শুধুই খ্রীস্টিয় সমাজের মানুষেরাই এসেছিলেন তা নয়, সমাজের বহু স্তরের বহু সম্প্রদায়ের মানুষ এদিন এই অনুষ্ঠানে যোগদান করেন ঈশ্বর যীশু খ্রীস্টের প্রেমের সহিত। এদিন খ্রীস্টিয় শান্তি কমিটির পক্ষ থেকে রেভারেন্ড সুভাষ পাত্র আমাদের সংবাদ মাধ্যমকে জানান যে, রাজ্যের বাঙ্গালি সমাজের কাছে ঈশ্বর প্রভু যীশু খ্রীষ্টের অপার প্রেম ও শান্তির বার্তা পৌছে দেওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য।
তিনি আরও জানালেন যে, ১লা জুন তারা সর্বপ্রথম পশ্চিম মেদিনীপুর থেকে তাদের প্রথম বর্ষের এই যাত্রা শুরু করেন। এর পাশাপাশি তা যেন আগামীতে সারা পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায় ও শহরগুলোতে ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষের কাছে তাঁর মহা মূল্যবান বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে তাঁর এই মহৎ উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত চলেছে প্রার্থনা ও প্রস্তুতিপর্ব। সবশেষে পাস্টার শুভাশিস গায়েন বললেন, আজকের এই মিলন উৎসব অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকল খ্রীষ্ট বিশ্বাসীগণ মিলে দায়িত্ব সহকারে পরিচালনা করেছি, যাতে ঈশ্বর ও সকল মানব জাতির মাঝে প্রভু যীশু খ্রীস্টের মহৎ উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হয়।