February 10, 2025

কেরলের বন্যা কবলিত কাঝিকোড় জেলায় ত্রান শুরু ভারত সেবাশ্রমের

0
Advertisements

HnExpress রাজকুমার দাস, কলকাতা : কেরলের কোঝিকোড় জেলার বন্যা কবলিত এলাকায় ত্রান বিতরন শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। কদিনের টানা বৃষ্টিতে কেরলের কোচি বিমান বন্দর  জলমগ্ন। ট্রেন যোগাযোগও বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায়।কোঝিকোড় জেলার পুঝিমুদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বড় ক্যাম্প করে ত্রান দেওয়া হচ্ছে। এছাড়া কোট্টাতারা, ভিত্রি তালুক, কাপ্পু মন্ডম, বেলা ওন্না সহ বিভিন্ন এলাকায় কয়েকলক্ষ মানুষ জলবন্দী। এইসব এলাকায় দুর্গত মানুষদের উদ্ধার কাজের পাশাপাশি তাদের মধ্যে শুকনো খাবার বিতরন শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেচ্ছাসেবকরা। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বললেন, কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ, ত্রিবান্দম ও কন্যাকুমারি ভারত সেবাশ্রম সংঘ থেকে শুকনো খাবার এলাকায় পাঠানো হয়েছে।

একটু বৃষ্টি কমলে সেখানে রান্না করা খাবার বিতরন শুরু হবে বলে তিনি জানান। এখন শুকনো খাবার ছাড়াও বন্যা কবলিত মানুষদের প্রয়োজনীয় জামা – কাপড়ও বিতরন করা হচ্ছে। তিনি নিজে হায়দ্রাবাদ থেকে খাদ্য সামিগ্রী ঘটনাস্থলে পাঠানোর কাজে তদরকি করছেন।

Advertisements

Leave a Reply