আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রস্তুতি কর্মী সভা

HnExpress অর্নব দেবনাথ, ডায়মন্ড হারবার : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার ব্লক-২ তে নুরপুর অঞ্চলে শুরু হয় নুরপুর অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের ডাকে ভোট প্রস্তুতি কর্মী সভা। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ব্লক -২ তৃনমূল যুব কংগ্রেসে সভাপতি তথা বিশিষ্ট আইনজীবি মাহাবুব রহমান গায়েন, ডায়মন্ড হারবার পঞ্চায়েত সমিতির সভাপতি কালি দাস প্রামানিক, সুতাহাটা ব্লক তৃনমূল যুব কংগ্রেসে সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক দিয়ানত আলি মোল্লা, নুরপুর অঞ্চলের প্রধান ইয়াসিন গাজী, নুরপুর অঞ্চল কৃষান সেলের সভাপতি নিশিথ মোদক, নুরপুর অঞ্চল সংখ্যালঘু সেলের সভাপতি গিয়াসুদ্দিন সেক, নুরপুর অঞ্চল তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন আদক প্রমুখ।
আসন্ন লোকসভা ভোট প্রস্তুতি কর্মী সভাতে কর্মীদের উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো।
মাহাবুব রহমান গায়েন বলেন এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে সমস্ত কর্মীদের বুকচিতিয়ে লড়াই করে দলকে জিতিয়ে আনতে হবে। কারণ এই নির্বাচনে বিজেপী নামক সাম্প্রদায়িক দলকে হারিয়ে কেন্দ্রে যে জনবিরোধী সরকার রয়েছে তাকে পরাস্ত করতে হবে।
এবং আমাদের সকল কর্মীবন্ধুদের শপত নিতে হবে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধায়কে বাংলায় ৪২ টি শিটের ৪২ টাতেই জিতিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, সমস্ত কর্মীরা এখন থেকে পাড়ায় পাড়ায় মানুষের সাথে জনসংযোগ গড়ে তুলুন। এক ইঞ্চি জায়গাও বিজেপি তথা এই সাম্প্রদায়িক দলকে ডায়মন্ড হারবার শুধু নয় পশ্চিমবাংলার বুকে জায়গা দেওয়া যাবে না।