December 13, 2024

৫০০০০ ভোট যুদ্ধের লড়াইয়ে ১৩ টি সীটের মধ্যে ৯ টি সীটে এখন কে এগিয়ে?

0
Logolicious 20190523 130910.jpg
Advertisements

HnExpress ভোট গণনার খবরাখবর, নিজস্ব প্রতিনিধি ঃ দ্বিতীয় দফায় ৫০০০০ ভোটের মধ্যে লড়াই হচ্ছে এমন ১৩টি সীটের ফলাফল এক নজরে ঃ—

১. আরামবাগে তৃনমূলের অপরূপা পোদ্দার ৭২৪৬ ভোটে এগিয়ে। লীড কমছে।

২. বালুরঘাটে সুকান্ত মজুমদার বিজেপি ১৭৮১২ ভোটে এগিয়ে।

৩. ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপি ৭৩৩৮ ভোটে এগিয়ে। লীড ধরে রাখছেন।

৪. দুর্গাপুর বর্দ্ধমানে এস এস আলুলালিয়া বিজেপি ৪৯৯৮ ভোটে এগিয়ে। লীড কমছে কাঁটে কি টক্কর।

৫. বীরভূমে তৃনমূলের শতাব্দী রায় ৩০৯২৭ ভোটে এগিয়ে।

৬. কোচবিহার বিজেপির নিশীথ প্রামানিক ৪৬৯১৩ ভোটে এগিয়ে।

৭. দমদমে তৃনমূলের সৌগত রায় ৪৮২৮৩ ভোটে এগিয়ে।

৮. হাওড়া তে তৃনমূলের প্রসুন ব্যানার্জী ৪৬০২২ ভোটে এগিয়ে।

৯. ঝাড়গ্রামে বিজেপির কুনার হেমব্রম ৪৯৮০৫ ভোটে এগিয়ে।

১০. মালদা দক্ষিণে বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী ৭৭২৫ ভোটে এগিয়ে। লীড কমছে।

১১. মালদা উত্তরে বিজেপির খগেন মূর্মু ৪৯৬২ ভোটে এগিয়ে। লীড কমছে।

১২ মেদিনীপুরে বিজেপির দিলীপ ঘোষ ৩৩৩৬৩ ভোটে এগিয়ে।

১৩. রায়গঞ্জে বিজেপির দেবশ্রী চৌধুরী ২৮৮৬৭ ভোটে এগিয়ে।

এখনো অব্দি পাওয়া সুত্রের খবর অনুযায়ী এই ১৩ টি সিটের মধ্যে বিজেপি এগিয়ে ৯ টিতে।

অপরদিকে, এক নজরে পশ্চিমবঙ্গের ৮ টি বিধানসভার আনুমানিক আপডেট ঃ—

১. দার্জিলিং – ২৪৯৩৪ ভোটে এগিয়ে – বিজেপি- নীরজ তামাং।

২. ভাটপাড়া- ২২০৫৭ ভোটে এগিয়ে – বিজেপি – পবন সিং।

৩. হবিবপুর – ১৩৬২১ ভোটে এগিয়ে – বিজেপি – জুয়েল মুরমু।

৪. ইসলামপুর- ২১৪০৫ ভোটে এগিয়ে – তৃনমুল – আব্দুল করিম চৌধুরী

৫. কাঁন্দি- ১৮১৪৫. ভোটে এগিয়ে – কংগ্রেস – সইফুল আলম খান।

৬. কৃষ্ণগন্জ – ১৪০৫৯ ভোটে এগিয়ে – বিজেপি – আশিষ বিশ্বাস।

৭. নওদা- ২৩৫৩০ ভোটে এগিয়ে – তৃনমুল – সাহিনা বেগম।

৮. উলবেড়িয়া পূর্ব – ৬৯০০ ভোটে এগিয়ে – তৃনমুল – ইদ্রিস আলি।

Advertisements

Leave a Reply