December 11, 2024

৪ দিনে ৫ বার ভূকম্পন ভারতে

0
Images 21.jpeg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আজ বুধবার সকালে উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনে কেঁপে ওঠে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷ এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কার্শিয়াং-এও এই কম্পন অনুভূত হয়৷ শুধু এই রাজ্যই নয়, অসম এবং বিহারেও কিছুক্ষণের জন্য স্থায়ী হয় এই কম্পন৷ বুধবার সকাল সাড়ে ১০ নাগাদ এই ভূমিকম্প হয় কিছুক্ষণের জন্য৷ বেশিক্ষণ স্থায়ী না হলেও এই কম্পনের আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে পড়েন৷ তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ মাত্র ২৫ থেকে ৩০ সেকেন্ডের জন্য এই কম্পন হয়৷ কোথাও খুবই মৃদু কম্পন হওয়ায় অনেকে তা ভূমিকম্প বলে বুঝতে পারেনি৷ অসমে এই কম্পনের তীব্রতা ৫.৫ রিখটার স্কেল বলে জানা যায়৷

এর আগে বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ ৪.৬ তীব্রতায় কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর৷ এদিকে এর ঠিক ২৮ মিনিট পরে আরও একটি কম্পন টের পাওয়া যায় হরিয়ানায়। এর তীব্রতা ৩.১৷ তবে এই দুটি কম্পনেই কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি বলে সুত্রের খবর৷

উল্লেখ্য, চলতি সপ্তাহে এই নিয়ে ৫ম বার ভূমিকম্প হল ভারতে। যদিও সবকটির তীব্রতাই কম৷ এর আগে সোমবার উত্তরপ্রদেশের মিরাটে ৩.৬ তীব্রতায় ভূমিকম্প হয়৷ কম্পন টের পাওয়া যায় দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে। গত ৯ সেপ্টেম্বর রবিবারের পর সোমবার সকালে ফের কম্পন অনুভূত হয় রাজধানীতে। দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা কেঁপে ওঠে।

পরপর এইভাবে ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। রবিবার বিকেলেও আচমকা কম্পন অনুভূত হয় দিল্লিতে। এদিনই বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ অনুভূত হয় এই কম্পন। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩.৮।

Advertisements

Leave a Reply