September 18, 2024

২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা!

0
Advertisements

HnExpress বিশেষ প্রতিবেদন ঃ বাংলার বুকে বেজে গেছে ভোটের দামামা। বরাবরের মতো এবারের ভোটেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নে রয়েছে বেশ কয়েকটি নতুন চমক। গতকাল জেলা শাসকের সাংবাদিক সম্মেলন এর পরেই আজ প্রকাশিত হল প্রার্থীর নামের তালিকা। নিম্নে আসন্ন লোকসভা ভোটের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তালিকা দেওয়া হল ঃ
======================

➤ দার্জিলিং ☞ অমর সিং রাই ( নতুন)
➤ জলপাইগুড়ি ☞ বিজয় চন্দ্র বর্মন
➤ কোচবিহার ☞ পরেশচন্দ্র অধিকারী( নতুন)
➤ আলিপুরদুয়ার ☞ দশরথ তিরকে ( নতুন)
➤ রায়গঞ্জ ☞ কানাইলাল আগরওয়াল ( নতুন)
➤ বালুরঘাট ☞ অর্পিতা ঘোষ
➤ জঙ্গিপুর ☞ খলিলুর রহমান ( নতুন)
➤ মুর্শিদাবাদ ☞ আবু তাহের খান ( নতুন)
➤ বহরমপুর ☞ অপূর্ব সরকার ( নতুন)
➤ কৃষ্ণনগর ☞ মহুয়া মৈত্র ( নতুন)
➤ রানাঘাট ☞ রূপালি বিশ্বাস ( নতুন)
➤ বর্ধমান পূর্ব ☞ সুনীল মণ্ডল
➤ বর্ধমান দুর্গাপুর ☞ মমতাজ সংঘমিত্রা
➤ আসানসোল ☞ মুনমুন সেন
➤ বোলপুর ☞ অসিত মাল
➤ বীরভূম ☞ শতাব্দী রায়

➤ বারাসত- কাকলি ঘোষ দস্তিদার

➤ বনগাঁ ☞ মমতাবালা ঠাকুর
➤ ব্যারাকপুর ☞ দীনেশ ত্রিবেদী
➤ হাওড়া ☞ প্রসূন বন্দ্যোপাধ্যায়
➤ উলুবেড়িয়া ☞ সাজদা আহমেদ
➤ শ্রীরামপুর ☞ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
➤ হুগলি রত্না ☞ দে নাগ

➤ আরামবাগ ☞ অপরূপা পোদ্দার
➤ তমলুক ☞ দিব্যেন্দু অধিকারী
➤ কাঁথি ☞ শিশির অধিকারী)

➤ ঘাটাল ☞ দীপক অধিকারী( দেব)
➤ ঝাড়গ্রাম ☞ বীরবাহা সোরেন ( নতুন)
➤ মেদিনীপুর ☞ মানস ভুঁইয়া ( নতুন)
➤ পুরুলিয়া মৃগাঙ্ক মাহাত
➤ বাঁকুড়া ☞ সুব্রত মুখোপাধ্যায় ( নতুন)
➤ বিষ্ণুপুর ☞ শ্যামল সাঁতরা ( নতুন)
➤ দমদম ☞ সৌগত রায়
➤ বারাসত ☞ কাকলি ঘোষ দস্তিদার
➤ বসিরহাট ☞ নুরসরত জাহান
➤ জয়নগর ☞ প্রতিমা মণ্ডল
➤ মথুরাপুর ☞ চৌধুরী মোহন জাটুয়া
➤ ডায়মন্ডহারবার ☞ অভিষেক বন্দ্যোপাধ্যায়
➤ যাদবপুর ☞ মিমি চক্রবর্তী ( নতুন)
➤ কলকাতা দক্ষিণ ☞ মালা রায় ( নতুন)
➤ কলকাতা উত্তর ☞ সুদীপ ব্যানার্জি
➤ মালদা উত্তর ☞ মৌসম বেনজির নূর
➤ মালদা দক্ষিণ ☞ মোয়াজ্জেম হোসেন
➤ ঝাড়গ্রাম ☞ বীরবাহা সোরেন
➤ কৃষ্ণনগর ☞ মহুয়া মৈত্র
➤ ডায়মন্ডহারবার ☞ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Advertisements

Leave a Reply