১ টি বাইকসহ ৫ জন দুষ্কৃতিকে গ্রেফতার
Advertisements
HnExpress ভাস্কর বাগচি, রামপুরহাট বীরভূম ঃ গতকাল অর্থাৎ ২৫শে জানুয়ারী বীরভূমের মল্লারপুর থানার পুলিশ, গোপন সূত্রে খবর পেয়ে অতি তৎপরতার সাথে গোপন অভিযান চালিয়ে ১টি বাইক সহ ৫ জন দুষ্কৃতিকে আটক করে। তাদের কাছ থেকে অবৈধ রূপে প্রায় ৩০০টি নকল সোনর কয়েন পাওয়া গেছে। আজকে তাদের ৫ জনকেই রামপুরহাট কোর্টে তোলা হয়েছে।
Advertisements