December 11, 2024

হালিশহরে আত্মঘাতী যুবক

1
13 Sep2018 05
Advertisements

HnExpress দেবাশিস রায়, হালিশহর : হালিশহরের সরকার বাজার এলাকায় টাউন ক্লাবের সামনে নিজের বাড়িতে আত্মঘাতী হল এক যুবক। মৃত যুবকের নাম হীরালাল কর্মকার। বয়স ৩৫ বছর। সম্ভবত গতকাল রাতে আত্মঘাতী হন হীরালাল। নিজের বাড়িতেই।
ঘটনা সূত্রে প্রকাশ, আজ সকালে এলাকার মানুষজন প্রথম জানলা দিয়ে তাঁকে ঝুলতে দেখেন ঘরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বীজপুর থানায়। পুলিশ এসে হীরালালকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল অর্থাৎ ৫০০ বেড হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে হীরালালকে মৃত বলে ঘোষণা করা হয়। সেখানেই কল্যাণী থানার পুলিশের উপস্থিতিতে তার ময়না তদন্ত হয়। তারপর তার পরিবার-পরিচিতদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।
হীরালালের বন্ধুদের মারফত জানা গেছে, সে ছিল অকৃতদার। মোবাইলের যন্ত্রাংশের কাজ। বাড়িতে সদস্য বলতে শুধু অসুস্থ বৃদ্ধা মা রয়েছেন। বীজপুর পুলিশ ও হীরালালের বন্ধুবান্ধবদের অভিমত, আর্থিক অনটন ও পারিবারিক দুঃস্থতার কারণেই এমনটা ঘটিয়েছে হীরালাল। ময়না তদন্তের পর আজ সন্ধ্যায় তার মরদেহ হালিশহর শ্মশানে দাহ করা হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল কোনও রাজনৈতিক দলের কর্মী-সমর্থক না হওয়া সত্ত্বেও তার মরদেহ নিয়ে শেষযাত্রার মিছিলে ছিল উপচে পড়া ভিড়।

Advertisements

1 thought on “হালিশহরে আত্মঘাতী যুবক

Leave a Reply