June 17, 2025

লিগের প্রথম খেলায় রেনবো এসি তিন গোলে হারালো জর্জ টেলিগ্রাফকে

0
Advertisements

HnExpress অলোক আচার্য, বারাসত : কলকাতা ফুটবল প্রিমিয়ার লিগের এ গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল রেনবো অ্যাথলেটিক ক্লাব বনাম জর্জ টেলিগ্রাফ এসি। রেনবো এসি ৩-০ গোলে পরাজিত করে জর্জ টেলিগ্রাফকে। শনিবার বিকেলে বারাসত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ৪১ মিনিটের মাথায় রেনবোর হয়ে প্রথম গোলটি করেন বিদেশী স্ট্রাইকার জুয়েল সানডে। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটা এগোতে থাকে। খেলার দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন – রেনবোর উইং হাফ পল্টু দাস। মাঝমাঠ রেনবোর দখলে চলে আসে। খেলার শেষ পর্যায়ে ৯৩ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করে দলকে জয়ের দিকে এগিয়ে দেন পল্টু দাস। অসাধারণ একটা গোল ছিল এটি। লিগের প্রথম খেলায় ইস্টবেঙ্গল মোহনবাগানকে পিছনে ফেলে এগিয়ে গেল রেনবো এসি। খেলা দেখতে নিউব্যারাকপুর থেকে প্রচুর উৎসাহী মানুষ মাঠে হাজির হয়েছিলেন ভেঁপু, বাদ্যযন্ত্র প্রভৃতি নিয়ে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন কৌশিক বসু। তিনি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করেন। তার হাতে পুরস্কার তুলে দেন রেনবো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি তথা আই এফ এ প্লেয়ারস্ স্ট্যাটাস সাব কমিটির অন্যতম সদস্য সুখেন মজুমদার বলেন, বাংলার ফুটবলকে সমৃদ্ধ করতে রেনবো অ্যাথলেটিক ক্লাব আগামী দিনে আরও চমক দেবে।এর পরের খেলা রয়েছে মোহনবাগানের সঙ্গে।

Advertisements

Leave a Reply