December 10, 2024
Inshot 20180814 130417201.jpg
Advertisements

HnExpress বিশেষ প্রতিনিধি, বাগুইআটি : ৯ই অগাস্ট বৃহস্পতিবার সকালে চিত্রকলা-ভাস্কর্য-নৃত্যচর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত হল বাগুইআটিতে। শুরু হল Abanindranath Tagore Institute of Art and Craft (ATIAC)-এর আনুষ্ঠানিক পঠনপাঠনের। প্রখ্যাত চিত্রশিল্পী সমীর আইচ মহাশয় ফিতে কেটে দ্বার উন্মোচন করলেন। তারপর রংতুলি দিয়ে সমস্ত ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের নিয়ে একত্রে ক্যানভাসে ছবি আঁকলেন। আগামি দিনের শিল্পীদের উদ্দেশ্যে বললেন কিছু অমূল্য কথা, যা তাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। উল্লেখ্য যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রচলিত পথে না হেঁটে একটু ব্যতিক্রমী ভাবনা নিয়ে শুরু করেছে তাদের পঠনপাঠন। যেমন অন্য আর্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মত এখানে ভর্তির কোনো বয়স সীমা নেই। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। এছাড়া নিয়মিত সেমিনার, এক্সিবিশন ও বিশিষ্ট চিত্রশিল্পীদের পাঠদানের ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠান। প্রিন্সিপ্যাল প্রীতি চক্রবর্তী ও ডিরেক্টর কিরণশংকর বিশ্বাস জানান তাঁদের এই প্রতিষ্ঠান শিল্পচর্চার ক্ষেত্রে নতুন এক দিশারী হয়ে উঠবে। বিভাগীয় প্রধান শিক্ষক তৈয়বউল ইসলাম চিত্রশিল্পের গ্রহণযোগ্যতা ও দিকদর্শন নিয়ে আলোকপাত করেন। বিশিষ্ট সাংবাদিক অনীশ ঘোষ চিত্রশিল্পের গুরুত্বপূর্ণ মূল্যায়ন করে বক্তব্য পেশ করেন। শিক্ষক অরুণকুমার দত্ত সহ বিশিষ্ট অতিথিবর্গ সকলে শুভ কামনা জানান। Abanindranath Tagore Institute of Art and Craft (ATIAC) শিল্পচর্চা শিক্ষায় ভবিষ্যতের ছাত্রছাত্রীদের জন্যে এক মহীরুহ আশ্রয় হয়ে ওঠার প্রতিশ্রতি দিয়েই যাত্রা শুরু করল।

Advertisements

Leave a Reply