December 11, 2024

হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের নেতৃত্বে সারা হলদিয়া জুড়ে চলছে ব্যানার, পোস্টার লাগানোর কাজ

0
Img 20190426 192118.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, হলদিয়া : গতকাল সকাল থেকে তমলুক লোকসভা কেন্দ্রে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারী সর্মথনে ব্যানার, হাত পোস্টার, ডোর পোস্টার লাগিয়ে প্রচার শুরু করেছেন হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অর্নব দেবনাথ।

এদুন যুব নেতা বলেন, দুর্নীতি মুক্ত ভারতবর্ষ গড়তে, প্রগতিশীল কেন্দ্রীয় সরকার গড়তে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে আমরা বদ্ধপরিকর।

আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে আগামী ১২ই মে তমলুক লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।

আরোও বলেন, কে প্রার্থী হলো আর না হলো সেটা বড়ো কথা নয়, আমাদের একটাই লক্ষ হলো দলীয় প্রতীক। তাই তমলুক লোকসভা কেন্দ্রে সমস্ত ছাত্র, যুব সমাজকে এই নির্বাচনে অংশ গ্রহণ করে আমাদের দলের প্রতীকে দাঁড়ানো প্রার্থী দিব্যেন্দু অধিকারীকে বিপুল ভোটে জেতানোর আহ্বান জানাছি।

Advertisements

Leave a Reply