হরিণঘাটায় আসছে ফ্লিপকার্ট
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এই প্রথম পূর্ব ভারতে বিনিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, এর ফলে ফ্লিপকার্টের প্রকল্পে প্রায় ১৮ হাজারেরও বেশি মানুষের কাজের সুযোগ হবে। শ্রীমিত্র আরও জানিয়েছেন, অনলাইন শপিং জায়েন্ট ফ্লিপকার্টকে এজন্যে নদীয়ার হরিণঘাটায় ১০০ একর জমিও দিচ্ছে রাজ্য সরকার। প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগে সেখানে গড়ে উঠবে লজিস্টিক হাব।
প্রসঙ্গত, হরিণঘাটার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১০০ একর জমিতে খুব শীঘ্রই লজিস্টিক হাব বানাতে চলেছে ফ্লিপকার্ট। আগামী মাস তিনেকের মধ্যেই রাজ্য সরকার ফ্লিপকার্টকে জমি হস্তান্তর করবে বলে জানা গেছে। সরকারি সূত্রে খবর, আগামী দেড় বছরের মধ্যেই লজিস্টিক হাব তৈরি হয়ে যাওয়ার কথা। উল্লেখ্য, ফ্লিপকার্ট এই প্রথম পূর্ব ভারতে বিনিয়োগ করতে চলেছে।