December 11, 2024

‘স্যালুট দি সেলফলেস সার্ভিস’

0
Img 20180905 Wa0043.jpg
Advertisements

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : আজ কলকাতা প্রেস ক্লাবে তিন জন শিক্ষককে সম্বর্ধনা জানানো হল শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে। দীর্ঘদিন ধরে ওঁরা সমাজের অবহেলিত শ্রেণির ছেলে মেয়েদের কোচিং করাচ্ছেন ‘তিলজলা শেড’ নামে একটি সমাজসেবী সংগঠনের তরফ থেকে।

পাঁচকরী রাধারানি আদর্শ বিদ্যালয়, সনৎ রায় ইন্সটিট্যুশন, পূর্বাঞ্চল প্রভাতী সঙ্ঘ, আদি বালিগঞ্জ জুনিয়র বেসিক স্কুল, তপসিয়া প্রাইমারি স্কুল— এ রকম অনেক স্কুলের ছেলে মেয়েরা গৃহশিক্ষক রেখে পড়ার সুযোগ পায় না। মূলত এ রকম পড়ুয়ারাই কোচিংয়ের সুযোগ পায় তিলজলা শেডে। পুরো নাম তিলজলা সোসাইটি ফর হিউম্যান অ্যান্ড এডুকেশনাল ডেভলপমেন্ট।

শিক্ষক দিবসে শিক্ষক-সম্মাননার অনুষ্ঠানের আয়োজক ছিল যে সংস্থা, তার কর্ত্রী শালিনী বিশ্বাস প্রেস বিবৃতিতে বললেন, আজকের বিশ্বায়নের যুগে শিক্ষার মানই দেশের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। এ ব্যাপারে পথ দেখান শিক্ষকরাই। এই বিশেষ দিবসে ওঁদের শ্রদ্ধা জানাই।

এ দিন তিলজলা শেডের যে তিন শিক্ষককে স্বীকৃতি জানানো হয়, তাঁরা হলেন কৃষ্ণা নস্কর, চঞ্চল গিরি ও তবস্সুম হাবিব। ওঁরা দু’দশকের ওপর পড়ুয়াদের কোচিং করাছেন এই তিলজলা শেডে। প্রেস ক্লাব, কলকাতার অনুষ্ঠানে শালিনী বিশ্বাস ছাড়া সংগঠনের কর্মকান্ডের কথা বললেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক মহম্মদ তৌসিফ রহমান।

Advertisements

Leave a Reply