স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষ পূর্তি পালন নিউব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলে
HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষ পূর্তি উদযাপন করল নিউব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। মঙ্গলবার বিকেল ৩টেয় বিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে উদ্বোধনী সঙ্গীত ‘স্বপ্নে দেখেছি ভারত জননী’ পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্র সায়ন রায়। এরপর স্বামীজির প্রতিচ্ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অনিরুদ্ধ বিশ্বাস। উপস্থিত বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা, এনসিসি ক্যাডেট বাহিনী স্বামীজির প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানায়। এরপর স্বামীজির কন্ঠে শিকাগো বক্তৃতার অংশ বিশেষ অডিও সিডি ছাত্রদের শোনানোর ব্যবস্থা করা হয়। শিকাগো বক্তৃতার প্রাসঙ্গিকতা নিয়ে প্রধান শিক্ষক বললেন, ধর্ম মহাসভায় স্বামীজি ধর্মের ভেদাভেদ ভুলে সর্বধর্মসমন্বয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বারবার করে বলেছিলেন। তিনি শান্তির বাণী প্রচার করেছেন, যা আজও প্রাসঙ্গিক। জাতীয় ঐক্য সংহতি রক্ষার্থে বিশ্ব শান্তির বাণী প্রচার করেছেন। আজ সেই মহান মণীষিকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বললেন, মহান মণীষিকে তোমরা স্মরণ করবে – আদর্শ ও চরিত্র গঠনে। বিদ্যালয়ের ছাত্ররা স্বামীজির গান, ‘মন চলো নিজ নিকেতনে’, ‘ঐ মহামানব আসে’ পরিবেশন করে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক সুখেন্দু বিকাশ মাইতি স্বামীজির একটি বাণী পাঠ করেন ও সে বিষয় আলোচনা করেন। এই উপলক্ষ্যে এদিন বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় ও সফল ছাত্রদের পুরস্কৃত করা হয়।
স্বাধীনতা আন্দোলনে স্বামীজির ভূমিকার উপর আলোচনা করেন, পরিমলকান্তি মন্ডল, শ্রীধর সরকার, প্রাক্তন শিক্ষক বরুণ চন্দ্র দেবনাথ। স্বদেশ মন্ত্র পাঠ করেন সুখেন্দু বিকাশ মাইতি। শেষে সমাপ্তি সঙ্গীত ‘ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো’ পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্রবৃন্দ। একাদশ কলা বিভাগের ছাত্ররা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্বামীজিকে স্মরণ করে বিদ্যালয় প্রাঙ্গণে। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অম্লান দাশগুপ্ত। পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশে কলোনি বয়েজ হাই স্কুল জাতীয় ঐক্য ও সংহতিতে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষ পূর্তি যথাযথ মর্যাদায় পালন করে কলোনি বয়েজ হাই স্কুল।