স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলায় সবলা মেলা ও ক্রেতা সুরক্ষা মেলা
HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলায় সবলা মেলা ও ক্রেতা সুরক্ষা মেলা অনুষ্ঠিত হলো আজ কালনা ২ নম্বর ব্লক সিংয়ের কোনে সবলা মাঠে। ৭ দিন ধরে মেলা চলবে। এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।
এদিনের এই মেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ সুনীল মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদ সহ সভাধিপতি দেবু টুডু, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব ঘড়িয়া, প্রণব রায় সহ অনেকেই। এই মেলায় হস্ত শিল্পীদের নানারকম সামগ্রী নিয়ে শিল্পীরা বসেছেন। এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান মেলা কর্তৃপক্ষ।