December 11, 2024

স্ত্রীকে দোকানের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখে পুলিশে অভিযোগ করলেন স্বামী

0
546 Copy.jpg
Advertisements

HnExpress জয় গুহ, দক্ষিণ ২৪ পরগণা ঃ আবারও পরকীয়া কান্ডে হাতেনাতে স্বামীর কাছে ধরা পড়লেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুরে। সোনারপুরের দাসপুরের বাসিন্দা মলয় কর্মকারের নরেন্দ্রপুর মেনগেটের কাছে একটি চায়ের দোকান রয়েছে। গত কয়েক মাস আগে সেই দোকান চালানোর ভার নিয়েছিলেন স্ত্রী রেখা কর্মকার।

জানা গিয়েছে, দু’মাস ধরে রেখা গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। আবার কাকভোরে গিয়ে দোকান খুলতেন। এরকম বেশ কিছুদিন চলার পর, মলয় কর্মকার স্ত্রীকে দোকানে যেতে বারণ করেন। জানান তিনি নিজেই এবার থেকে দোকানে যাবেন। কিন্তু স্বামীর কথায় কান না দিয়ে, দোকানে চলে যান রেখা। এরপর শনিবার গভীর রাত পর্যন্ত স্ত্রী বাড়িতে না ফেরায়, সটান দোকানে গিয়ে হাজির হন মলয়বাবু।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

আর সেখানে গিয়েই তিনি এক ব্যক্তির সঙ্গে তার স্ত্রীকে দোকানের মধ্যে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ওই ব্যক্তির পরিচয় কি জিজ্ঞাসা করলে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পরেন মলয় কর্মকার। অভিযোগ, সে সময়ই মলয় কর্মকার এর মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারেন স্ত্রী রেখা। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি। পরে এই ঘটনার সুবিচার চেয়ে স্ত্রী রেখা কর্মকার ও তাঁর প্রেমিক জগদ্দলের বাসিন্দা পালন সাঁপুইয়ের নামে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী ব্যক্তি।

Advertisements

Leave a Reply