সৌগত রায়ের সমর্থনে নিউ বারাকপুরে পথসভা
HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : সপ্তদশ লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে সম্প্রতি নিউ বারাকপুরের ১৬নং ওয়ার্ডের শিবাজী সংঘের সামনে এক বিরাট পথসভা অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করতে শহর জুড়ে চলছে পথসভা, মিছিল বাড়ি বাড়ি প্রচারাভিযান। নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেস আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার। সুখেন মজুমদার বললেন সংসদীয় রাজনীতিতে বাংলার সাংসদদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে উল্লেখযোগ্য নাম অধ্যাপক সৌগত রায়। রাজ্যের সাংসদদের মধ্যে তো বটেই দেশের মধ্যেও অন্যতম সফল সাংসদ হিসাবে তার নাম অনস্বীকার্য।
লোকসভায় প্রায় ৯০ শতাংশ দিন হাজিরা থেকে আইনসভার নিম্নকক্ষের ৫৭০টি প্রশ্ন তোলার পাশাপাশি মোট ২২২ বার বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিয়ে তিনি নজির কেড়েছেন আপামর দেশবাসীর। আর এই বক্তৃতায় বাজেট থেকে শুরু করে কেন্দ্রের ওপর অনাস্হা, নোটবন্দি থেকে রাফাল বির্তকে সবেতেই সাবলীলভাবে কেন্দ্র সরকারের ইতিবাচক সমালচনায় মুখর হয়েছেন অভিজ্ঞ সৌগতবাবু। এলাকার উন্নয়নে সাংসদ অধ্যাপক সৌগত রায়ের সাংসদ তহবিল থেকে প্রাপ্ত বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক বাস্তবায়িত কর্মসূচী কথা তুলে ধরেন সুখেন মজুমদার। নিউ বারাকপুর শহর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে ২০টি ওয়ার্ড থেকে প্রায় দশ হাজার ভোটের মার্জিনে পুনরায় নির্বাচিত হবেন বলে দাবি করেন স্হানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। মোদি সরকারের বিভিন্ন ব্যর্থতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।
এদিনের পথসভায় এছাড়াও বক্তব্য রাখেন নিউবারাকপুর পৌরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার, উপ পুরপ্রধান মিহির দে, পুর দলনেতা প্রবীর সাহা, শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দে, অর্ঘ্যদীপ আচার্য, তপা মজুমদার প্রমুখ। এদিন নির্বাচনী পথসভায় সিপিএম কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিভিন্ন ওয়ার্ডের ছাত্র যুব মহিলারা কর্মী সমর্থকেরা পথসভায় অংশগ্রহণ করেন। এদিন উপস্হিত ছিলেন শাসক দলের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন।