নবাগত প্রতিভাবান শিল্পীদের তুলে ধরল “সেদিনের সোনা ঝরা সন্ধ্যা” সাংস্কৃতিক মঞ্চ
HnExpress শুভব্রত মুখার্জী, কলকাতা : প্রতিভাবান নবীন শিল্পীদের নিয়ে সম্প্রতি সুজাতা সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল “সেদিনের সোনা ঝরা সন্ধ্যা” নামক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সমগ্র অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে ছিলেন দুই প্রতিভাবান এবং প্রথিতযশা শিল্পী যথা শুভালক্ষী দে ও রথেনন্দ্র। এদিন মঞ্চে নিজেদের প্রতিভাকে দর্শকের মাঝে তুলে ধরতে যারা গান গেয়েছেন, তারা হলেন পায়েল মজুমদার, শুভদীপ সরকার, মুনমুন রায়, সৈকত চক্রবর্তী, প্রিয়াঙ্কা চ্যাটার্জী, অরিজিৎ ঘোষ, অদৃকা, পায়েল চৌধুরী, বিবেক মুখার্জী, প্রিয়দর্শিকা তালুকদার, রাভি ও শুভলক্ষী দে সহ প্রমুখরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সুযোগ্যপুত্র সায়নদেব চট্টোপাধ্যায়, শুক্লা মুখার্জী, অতিন রায়, মৃগাঙ্ক ভট্টাচার্য্য, শেখ সাব্বির আহমেদ, এলাকার পৌরমাতা মমতা মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে ৮০’র দশকের নানান সুপারহিট গান শিল্পীরা মনোরম পরিবেশ সহ গুন্মুগদ্ধ দর্শকের মাঝে পরিবেশন করেন। ভারতীয় কালজয়ী গানের সৃষ্ট সুর, মেলোডিকে আপামর জনসাধারণের মধ্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে এই প্রয়াস সাধুবাদের যোগ্য।