December 10, 2024

সেতু সংলগ্ন রাস্তা মেরামতির জন্য জাতীয় সড়কে যানজট

0
Img 20190528 Wa0040.jpg
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর পূর্ণভবা নদীর সেতু সংলগ্ন ৫১২ নং মালদা -বালুরঘাট জাতীয় সড়ক মেরামতির কারনে মঙ্গলবার দীর্ঘক্ষন যানজটের সৃষ্টি হয়। যার ফলে পথ চলতি মানুষ থেকে শুরু করে যাত্রীবাহী বাস ও মালবাহী লরি সমস্যায় পড়ে। রাস্তায় এই যানজট ঠিক করতে গিয়ে উপস্থিত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের কার্যত কাল ঘাম ছুটে যায়। প্রসঙ্গত, জেলার সদর শহর বালুরঘাট যেতে হলে পুরনো এই সেতু দিয়ে (যার উপর দিয়ে মালদা-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়ক গেছে) প্রতিদিন ছোট বড় মিলিয়ে কয়েক হাজারেরও বেশী যান চলাচল করে।

যার ফলে সেতুর অবস্থা বেহাল, আর সেই সেতু রাস্তা মেরামত করার ফলে যানজটের দরুন আজ ভোগান্তিতে পড়েছে সকলেই। এই বিষয়ে এক বাস চালক রমেন মন্ডল জানান, এমনিতে সেতুর অবস্থা বেহাল তার মধ্যে এই মেরামতির কাজ রাতে করলে ভালো হত কারন দিনের বেলা প্রচুর যান চলাচল করে যানজট তো হবেই। পাশাপাশি যে গরম তাতে বাসে থাকা যাত্রীরাও খুব বিরক্ত হচ্ছেন, কখন যানজট থেকে মুক্ত হবো ভগবান জানেন। তবে এই অবস্থাতেও অ্যাম্বুলেন্সকে যানজটের মধ্যেও অন্তত তৎপরতার সাথে রাস্তা করে দিতে দেখা যায় সিভিক ভলেন্টিয়ারদের।

Advertisements

Leave a Reply