December 11, 2024

সিঙ্গুরের প্রতিশ্রুতি কি শুধুই খাতায়-কলমে! বিজেপির কিষান মোর্চার সভায় দাবি

0
Img 20180909 Wa0000.jpg
Advertisements

HnExpress শুভব্রত মুখার্জি, কলকাতা : কৃষি আমাদের জীবনধারা। হ‍্যা এই স্লোগানকে সামনে রেখেই দেশের কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ‍্যমাত্রা ২০২২ সাল ঠিক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ‍্যেশ‍্যেই সারা দেশের কৃষকের অবস্থার উন্নতি ঘটলেও পশ্চিমবঙ্গের কৃষক বিশেষ করে সিঙ্গুর অন্ঞ্চলের কৃষকদের উদ্দেশ্যে মমতার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালনে তারা ব‍্যর্থ। আর সেই উদ্দেশ্যেই গতকাল মথুরা জেলার অন্তর্গত গোবর্ধন বিধানসভায় এক জনসভার আয়োজন করেছিল বিজেপি যুব কিষান মোর্চা।

প্রায় ৩০০০ কৃষক উপস্থিত হয়েছিলেন এই সভায়‌। তাদের প্রধানমন্ত্রীর বিভিন্ন স্কিমের ব‍্যাপারে অবহিত করা হয়। কৃষি মন্ত্রণালয় এর একটি করে পুস্তিকাও তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিন্দা সিংহ (গোবর্ধন বিধানসভার বিধায়ক),সুধীর ত‍্যাগি (জাতীয় ট্রেজারার, বিজেপি কিষান মোর্চা),ডঃ: শম্ভু কুমার (জাতীয় সেক্রেটারি কিষান মোর্চা),অলোক কুমার সিন্ধের (জাতীয় এক্সিকিউটিভ সদস্য, বিজেপি কিষান মোর্চা),শক্তি সিং (জাতীয় কনভেনার, বিজেপি কিষান মোর্চা,যুব কিষান সমিতি) ,বাবান ঘোষ (জাতীয় কো-কনভেনার , বিজেপি কিষান মোর্চা,যুব কিষাণ সমিতি),অনীশ কুমার (ন‍্যাশনাল সেক্রেটারি, বিজেপি কিষান মোর্চা, যুব কিষাণ সমিতি), রাহুল সাউ (কনভেনার পশ্চিমবঙ্গ বিজেপি কিষান মোর্চা,যুব কিষাণ সমিতি)।

এদিন সভায় বাবান ঘোষ তাঁর বক্তব্যে বললেন যে, কৃষি আমাদের জীবন ধারা। মমতা ব্যানার্জী ক্ষমতাতে আসার পর সিঙ্গুরের চাষিদের যে মিথ্যে আশা দিয়েছিল তা আজও সম্পুর্ণ হয়েনি। বর্তমানে কৃষি কল্যাণ সূচক যে যোজনা আছে এবার বাংলার প্রতিটি ঘরে ঘরে তা পৌঁছে দেব। যাতে মোদি জী ২০২২ সালে যে সংকল্প নিয়েছেন, যে কৃষকদের ইনকাম দ্বিগুণ হয় সেটা এবার সম্পুর্ণ হবে।

Advertisements

Leave a Reply