সামান্থার দ্বিবর্ষপূর্তি উপলক্ষ্যে এক সাহিত্য সভা
HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুর রবীন্দ্র পল্লী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য ও সংস্কৃতি পত্রিকা সামান্থার দ্বিবর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন ছড়াকার ও প্রাবন্ধিক কালিদাস ভদ্র। সভায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য পুরস্কার প্রাপক প্রয়াত সাহিত্যিক আফসার আহমেদ ও প্রয়াত সাংবাদিক কাজি কামাল ইলাহিকে স্মরণ করা হয়। উপস্থিত কবি লেখকরা স্বরচিত অণু গল্প, কবিতা পাঠ করেন। গানে কবিতায় আলোচনায় সভা মনোজ্ঞ হয়ে ওঠে। শুরুতে সমবেত সঙ্গীত ‘তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে’ পরিবেশন করেন স্নেহলতা বালা, বনানী চক্রবর্তী, বন্দনা চক্রবর্তী, অমিয় সেন, নিমাই মন্ডল। স্বরচিত কবিতা পাঠে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন ডা. সুবল কুমার মাইতি, মঞ্জুশ্রী সরকার বসু, পীযূষ কান্তি চক্রবর্তী, কালিদাস ভদ্র, বনানী চক্রবর্তী, রানাজী বসু, রানু রায়, বীণা হালদার, ড. সুনীতি বিশ্বাস, বি কে স্বপন প্রমুখ। গল্প ও প্রবন্ধ পাঠে ছিলেন সুকান্ত রায়, রীতা রায়, রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিবেশন করেন, সুপর্ণা রায়, ইতি সাহা, মণিমালা মল্লিক, অমিয় সেন, মলি মজুমদার প্রমুখ। শিল্পীদের সাথে তবলায় সঙ্গত দেন নরেশ চন্দ্র বিশ্বাস ও উৎপলেন্দু মজুমদার। সাহিত্য সভাটি সুষ্ঠ ভাবে পরিচালনা করেন সামান্থা পত্রিকার সম্পাদক হরিদাস বালা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন উদীয়মান কবি ও বাচিকশিল্পী বনানী চক্রবর্তী। কবি কালিদাস ভদ্র তার বক্তৃতায় বলেন, সামান্থা সাহিত্য সভায় নবীন ও প্রবীণের শিল্পীদের মেলবন্ধনে একটি সুন্দর সাহিত্য চর্চার পরিবেশ গড়ে ওঠে। সেই সাথে পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।