দুঃস্থদের জন্য রামধনুর হেঁসেল
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : হালিশহর এলাকার একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান রামধনু। বছরভর বসন্ত উৎসব, নাট্য উৎসব, রক্তদান শিবির-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে রামধনুর সমস্ত সদস্যরা। এবার তাঁরা আয়োজন করতে চলেছে রামধনুর হেঁসেল। এই হেঁসেলে প্রতিদিন কমপক্ষে ১০০ জন দুঃস্থ মানুষকে দুপুরের খাবার দেওয়া হবে। ৯ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে। আপাতত মাস কয়েকের জন্য এই আয়োজন। এলাকার মানুষের সহযোগিতা পেলে তা চলবে বছরভর। অনেক সদস্য ও স্থানীয় মানুষ তাদের পরিবারের কোনও সামাজিক অনুষ্ঠানের প্রীতিভোজও এই হেঁসেলের মাধ্যমে করাতে চান বলে রামধনু সূত্রে জানানো হয়েছে। গত ১৯ আগস্ট, রবিবার হালিশহর চৌমাথা এলাকায় রামধনু ক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়। এছাড়াও ৩ তারিখ থেকে সপ্তাহব্যাপী সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বীজপুরের বিভিন্ন এলাকায়। যা বীজপুর এলাকায় প্রথম বলে সংস্থার তরফ থেকে দাবি করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে কুপন বিলি করা হবে এই হেঁসেলের জন্য। সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন রামধনুর সম্পাদক সুদীপ্ত দাস ও সাংবাদিক অধীর রায়।