সর্বজন শ্রদ্ধেয় জননেতা প্রয়াত বুদ্ধদেব ভৌমিকের স্মরণ সভা
HnExpress অর্নব দেবনাথ, মহিষাদল : গত ১৯শে ডিসেম্বর ‘১৮তে বয়স জনিত কারণে পরলোক গমন করেন বুদ্ধদেব ভৌমিক। তাঁর মৃত্যুতে মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস গতকাল বিকেলে এক স্মরণ সভার আয়োজন করে।বুদ্ধদেব ভৌমিক বেশ কয়েকবার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলা পরিষদ এর সঞ্চালক ছিলেন বলে জানা গিয়েছে।
গতকাল এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন, মহিষাদল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী ও কার্যকরী সভাপতি সেক আহমেদ আলি, হলদিয়ার বর্ষিয়ান শ্রমিক নেতা সত্য শঙ্কর সাহু, প্রাক্তন বিধায়ক তুষার কান্তি মণ্ডল, হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেব প্রসাদ মন্ডল, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আনজুমা বিবি, হলদিয়া উন্নয়ন ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা, সেক আব্দুল সামাদ প্রমুখ।
এছাড়াও এই সভায় উপস্থিত থাকার কথা ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ ও পরিবহন দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীর, কিন্তু উনি কোন একটি বিশেষ কাজের জন্য আসতে পারেননি। উনি সেল ফোন এর মাধ্যমে শোকপ্রকাশ করেন এবং বুদ্ধদেব ভৌমিকের নামে স্মৃতি রক্ষা কমিটি তৈরি করার জন্য নির্দেশ দেন, সেই কমিটি প্রতি বছর তার এই স্মরণ সভাটি পরিচালিত করবে।
তিনি আরো বলেন, আগামী দিনে বুদ্ধ বাবুর জীবনী ও তাঁর সংগ্রামের ইতিহাস স্কুল, কলেজের ছাত্র ও ছাত্রীদের মধ্য তুলে ধরে আগামী প্রজন্মকে জানিয়ে দিতে হবে তার সংগ্রামের কথা।