December 13, 2024

সর্তক বার্তা ঃ গুজব বা ভুল খবরে কান দেবেন না, সঠিক তথ্যের জন্য সর্বদা সংবাদ মাধ্যমের দিকে নজর রাখুন

0
Img 20190503 Wa0009.jpg
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ কেউ কোনো ভাবেই গুজব বা ভুল খবরে কান দেবেন না, আবহাওয়া দপ্তর সুত্রে এই মুহূর্তের খবর অনুযায়ী —

ঘূর্ণিঝড় ফণী এই মুহুর্তে কোথাও সরে বা চলে যায়নি। বা বাংলাদেশের দিকেও ঘুরে যায়নি। মাত্র ঘন্টা খানেক আগে, হঠাৎ স্থলভাগ থেকে অভিমূখ পরিবর্তন করে আবার সমুদ্রের ওপরে চলে গেছে। আর সেই জন্যই আরো দেরী করে এবং আরো শক্তি সঞ্চয় করে আরো বেশি গতিবেগ বাড়িয়ে আছড়ে পড়তে চলেছে আজ মাঝরাত থেকে ভোরের মধ্যে। স্থলভাগ দিয়ে না এসে সমুদ্র থেকে শক্তি বাড়িয়ে সরাসরি আসার ফলে ঝড়ের অভিঘাত আরো মারাত্মক হবে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।

তাই এখন আপাত ভাবে আকাশ পরিষ্কার বা ঝড় আসছে না দেখে ভুল খবর ছড়াবেন না। ঝড় সমুদ্র থেকে সোজা দীঘা কোস্টাল বেল্ট হয়ে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর হয়ে কলকাতা, দুই চব্বিশ পরগনা ও নদীয়া হয়ে তারপর বাংলাদেশের দিকে যাবে। আগে ভাবা হচ্ছিলো কলকাতার একটা অংশের ওপর দিয়ে যাবে, কিন্তু এখন ফণী অভিমুখ বদলে সমুদ্রের ওপর দিয়ে আসার ফলে পুরো কলকাতা শহরের ওপরেই ঝড়ের অভিঘাত থাকবে।

ঝড় সর্বাধিক ধ্বংসক্ষমতায় থাকবে মাঝরাত থেকে ভোরের মধ্যে। সন্ধ্যে থেকে ঝোড়ো হাওয়া দিতে থাকবে, সাথে সামান্য বৃষ্টি হতে পারে।

তথ্যসূত্র ঃ- আলিপুর আবহাওয়া দপ্তর, ৬.৪৫ বিকেল।

Advertisements

Leave a Reply