December 10, 2024

সম্প্রতি ১৭টি নদীর জলের উপাদান বিষয়ক কিছু তথ্য সহ রিপোর্ট পেশ করলেন পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

0
Tarpan.jpg
Advertisements

HnExpress ১লা মার্চ, নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ বর্তমানে গঙ্গা সহ বেশকিছু নদীর জল লোকবসতির স্নানের অযোগ্য তো বটেই, তৎসহ তা অবাসযোগ্য মাছেদের ক্ষেত্রেও। হ্যাঁ, সম্প্রতি ১৭টি নদীর জলের উপাদান বিষয়ক কিছু তথ্য সহ এমনই রিপোর্ট পেশ করলেন পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আর যে ১৭টি নদীকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে অযোগ্য বলে, মূলত সেই নদীগুলিকেই কেন্দ্র করে গড়ে উঠেছে লক্ষ লক্ষ মানুষের জনবসতির আস্তানা।

ফলতঃ সেই নদীর জলকে কেন্দ্র করেই তাদের দৈনন্দিন জীবনের জলের প্রয়োজন অর্থাৎ স্নান পর্ব সারতে হয়। আর বর্তমানে সবচেয়ে খারাপ ও ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে দক্ষিণেশ্বর এলাকা সংলগ্ন পূণ্যার্থীদের পবিত্র গঙ্গা নদীর জল। আর এই গঙ্গার ঘাটেই প্রতহ্য কম করে হলেও প্রায় হাজার পঞ্চাশেক মানুষ আসেন পূণ্যস্নানের আশায়। অথচ রিপোর্ট বলছে এখন সবচেয়ে ভয়ংকর ও খতরনাক পরিস্থিতিতে রয়েছে দক্ষিণেশ্বরের গঙ্গার জল।

রিপোর্ট বলছে এতে বাস্তবিক ডিমান্ড অনুযায়ী বায়োকেমিক্যাল অক্সিজেনের পরিমাণ নিতান্তই হ্রাস পেয়েছে। যার ফল অতি ভয়াবহ। ৪৪টি আলাদা আলাদা জায়গা থেকে গঙ্গার জল তুলে পরিক্ষা করেও এই একই রিপোর্ট পাওয়া গেছে। সেগুলি হল, দামোদরের ১০টি জায়গা, উত্তর ও হিমালয় সংলগ্ন এলাকার ৫টি নদী ও পশ্চিমের প্রায় ১৯টি জায়গার নদীর জল নিয়ে পরিক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

এবং পিসিবি’র রিপোর্টে জানানো হয়েছে যে এই উল্লেখিত জায়গার নদীর জল একেবারেই স্নানের অযোগ্য, যার মধ্যে সবার প্রথম পরছে কলকাতার দক্ষিণেশ্বরের গঙ্গানদী। আর হ্রাস পেতে পেতে অক্সিজেনের পরিমাণ এতটাই কমে গেছে যে এখন গঙ্গার জলে অবস্থিত জলজ প্রাণী বা ছোট-বড় যে কোনো জাতীয় মাছের পক্ষেও বেঁচে থাকা প্রায় দুষ্কর, কষ্ট হচ্ছে তাদের শ্বাস-প্রশ্বাসেও। আর সবথেকে ভয়ের ব্যাপার হলো অক্সিজেন ঘাটতির ফলে এই বিষাক্ত জল জনজীবনের জন্য নিয়ে আসতে পারে দুরারোগ্য ব্যাধির হাতছানি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, টার্গেট করা নদী গুলির জলে পরিমাণ অনুযায়ী থাকার প্রয়োজন হল, 5mg/litre Dissolved, 3ml/litre Biochemical Oxygen Demand and 500mpn/100ml Coliform Bacteria ইত্যাদি উপাদান সমুহ। যা বর্তমানে একদম তলানিতে এসে ঠেকেছে। বস্তুতঃ এখন নদী সংলগ্ন এলাকার গুলির সমস্ত কলকারখানা ও যাবতীয় নিকাশি ব্যবস্থা নদীগুলির গতিপথ থেকে সরিয়ে অন্যত্র দেওয়া উচিত।

Advertisements

Leave a Reply