June 22, 2025

সমতা কো অপারেটিভ ব্যাংকের গ্রাহক সচেতনতা সভা

0
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাইসেন্স প্রাপ্ত পশ্চিমবঙ্গের অগ্রণী সমবায় ব্যাঙ্ক – সমতা কো অপারেটিভ ডেভেলপমেন্ট লিমিটেড এর এক বিশেষ গ্রাহক সচেতন সভা হল নিউব্যারাকপুর আগাপুর মেঘদূত ক্লাবে। রবিবার বিকেলে সভায় উপস্থিত ছিলেন ব্যাঙ্কের চেয়ারম্যান গৌর বিশ্বাস এবং পলতা শাখার ম্যানেজার তরুণকান্তি বিশ্বাস, ডাইরেক্টর শিশির মল্লিক, বরুণ সাহা, চন্দ্র শেখর রায়, বিমল পোদ্দার। পলতায় ব্যাঙ্কের একটি শাখা রয়েছে, পাশাপাশি হৃদয়পুর ও দুর্গানগরে দুটি সার্ভিস সেন্টার রয়েছে।শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে ব্যাঙ্কের সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নের উপর আলোকপাত করা হয়। উল্লেখ্য, খুব শীঘ্রই নিউব্যারাকপুরে একটি সার্ভিস সেন্টার খোলা হবে। বর্তমানে শেয়ার ক্যাপিটাল আট কোটি টাকা, ডিপোজিট ১১৮ কোটি টাকা, এবং লোন দেওয়া হয়েছে ৮৯ কোটি মানুষকে। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সার্বিক উন্নয়নে, তাদের ছেলেমেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য সমতা ব্যাঙ্ক বিবিধ সুযোগ সুবিধা দিয়ে থাকে।

Advertisements

Leave a Reply