December 13, 2024

শ্রী সমীরেশ্বর উদঘাটন কালচারাল ফেস্টিভ্যাল

0
Img 20190329 Wa0061.jpg
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : সম্প্রতি ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী বিশ্ব সেবাশ্রম সংঘ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শ্রী সমীরেশ্বর উদঘাটন কালচারাল ফেস্টিভ্যাল। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দমকল ও জরুরী পরিষেবা বিভাগের মন্ত্রী সুজিত বসু। রাজ্যপাল প্রথমে বিশ্ব সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা শ্রী সমীরেশ্বর এর আর্ট মিউজিয়াম ঘুরে দেখেন। এরপর মঞ্চে আসন গ্রহণ করেন। এদিন কাজের নিরিখে দমকল মন্ত্রী সুজিত বসুকে সেরা কাজের মানুষ হিসেবে সংবর্ধিত করা হয়।

রাজ্যপাল এদিন তার ভাষণে বললেন, বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী একজন কৃতী শিল্পী ও সামাজিক ব্যক্তিত্ব। আমি তার হাতের আঁকা ছবি, ভাস্কর্য ইত্যাদি দেখলাম। তিনি একজন সঙ্গীতকার, লেখক ও কবিও বটে। আমি তার গানের সিডিও শুনেছি বহুবার। সমাজসেবার সঙ্গে সঙ্গে সংস্কৃতির প্রসারে বিশ্ব সেবাশ্রম সংঘ প্রতিবছরই এরকম কিছু না কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

এই উৎসবের সূচনা করে আমি আনন্দিত। উল্লেখ্য বিগত তিন মাসের মধ্যে দুবার রাজ্যপাল বিশ্ব সেবাশ্রম সংঘে এলেন। এদিনের অনুষ্ঠানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য ও কবিতা পাঠের আসর ছিল। রাজ্যপালের লেখা ভজন গেয়ে শোনান শালিনী দেবী। রাজ্যপাল অনুষ্ঠান মঞ্চের নীচে দর্শন আসনে বসে শ্রী সমীরেশ্বরের সঙ্গে সেই সঙ্গীত উপভোগ করেন।

সারেঙ্গীতে ছিলেন ওস্তাদ সরবর হুসেন। কত্থক নৃত্য পরিবেশন করেন গুয়াহাটির মারামি মেধী, কুচিপুড়ি নৃত্যে ছিলেন হায়দরাবাদের বিশ্ব রেকর্ডের অধিকারী অর্ধনারীশ্বরম বেঙ্কট। তিনি একই সঙ্গে শিব পার্বতীর অর্ধনারীশ্বর নৃত্য পরিবেশন করেন। পর্তুগাল থেকে নাচতে এসেছিলেন ডেনিস স্যানচেজ। মণিপুরী নৃত্য পরিবেশন করেন সুদীপ ঘোষ। বাঁশি বাজিয়ে শোনান সুবীর রাহা।

Advertisements

Leave a Reply