শ্যামনগরে সমাজ সংস্কৃতি উৎসব
HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশন ও বাংলার সমাজ সংস্কৃতির উদ্যোগে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হল সমাজ সংস্কৃতি উৎসব ২০১৮। দ্বিতীয় পর্ব ১৫ ও ১৬ সেপ্টেম্বর। উৎসবের বিভিন্ন দিনে থাকছে নানান সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ উদ্বোধনের দিনে ছিল বসে আঁকো প্রতিযোগিতা। শ্যামনগর স্টার্লিং ইন্টার ন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। সমাপ্তি অনুষ্ঠান হবে ৩০ সেপ্টেম্বর, শ্যামনগর রবীন্দ্র ভবনে। আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ও ক্রাইম ব্যুরোর উত্তর ২৪ পরগনা শাখার সভাপতি মেঘা চৌধুরী, বাংলার সমাজ সংস্কৃতির সম্পাদক গৌতম পাল, ন্যাশনাল হিউম্যান রাইটসের সভাপতি মদন শেঠ, ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এবং প্রতিবেশী-র প্রতিষ্ঠাতা সম্পাদক সৌমিক গাঙ্গুলী।