June 17, 2025

কাটোয়ায় শুরু হল ২৭ তম বইমেলা

0
Advertisements

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : ২৭তম কাটোয়া বইমেলা শুরু হল কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠের অমিয়ভূষণ মজুমদার মঞ্চে। এই বই মেলার শুভ উদ্বোধন হয় শ্রীখোল বাজিয়ে।

নিজস্ব চিত্র

এই বইমেলা উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অমর মিত্র, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলাহ চৌধুরী, পূর্ব – বর্ধমানের জেলা পুলিশ সুপার ভাস্কর মুখ্যোপাধ্যায়, কাটোয়া বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রইমান, জেলা গ্রন্থাগার আধিকারিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়, কাটোয়া মহকুমাশাসক তথা কাটোয়া বইমেলা কমিটির সভাপতি সৌমেন পাল, বইমেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার পণ্ডিত ও সাংবাদিক চন্দ্রনাথ মুখ্যোপাধ্যায়, কাটোয়ার আই সি শৈবাল বাগচি, কাটোয়ার এস ডি পি ও ত্রিদিব সরকার কবি স্বপ্নকমল সরকার, প্রশান্ত মাজি সহ প্রমুখ।

এই বইমেলায় ৩ টি বই প্রকাশিত হয়। এবারের বইমেলায় মোট ৬০ টি স্টল রয়েছে। এছাড়াও এখানে প্রতিদিন রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বইমেলা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।

Advertisements

Leave a Reply