December 9, 2024

শুরু হলো তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ইউনিয়নের বার্ষিক সমবায় আলোচনা চক্র

0
Img 20190310 Wa0027.jpg
Advertisements

HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর : আজ ১০ই মার্চ ২০১৯ নন্দকুমার ব্লকের বিবেকানন্দ কমিউনিটি হলে তমলুক ঘাটাল কো-অপারেটিভ ইউনিয়নের উদ্যোগে একদিনের সমবায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় ৬০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে সমবায় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমবায়ী, তমলুক ঘাটাল কো-অপারেটিভ ইউনিয়নের সভাপতি গোপাল চন্দ্র নন্দী।

এদিন বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি, বিশিষ্ট সমবায়ী দীননাথ দাস।বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে সভার কাজ শুরু হয়। সভায় উপস্হিত থেকে বক্তব্য রাখেন বিধায়ক সুকুমার দে, অমিয় কান্তি ভট্যাচার্য্য, পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান নন্দ কুমার মিশ্র, কৌশিক কুলভী, সত্যরঞ্জন সাহু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক এ আর ডি বি, লিঃ, নন্দকুমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগন, কুমড়আড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরী দাস পাল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সদস্যা দীপা পন্ডা, ইউনিয়নের সহ- সভাপতি রঘুনাথ পন্ডা, ইউনিয়ন ও সমবায় ব্যাংকের পরিচালক মন্ডলীর সদস্যগন এবং বিশিষ্ট সমবায়ী বৃন্দ। সভায় আলোচনা ছাড়া ও বিগত নভেম্বর মাসে আয়োজিত বিতর্ক, ক্যুইজ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়।

Advertisements

Leave a Reply